#নয়াদিল্লি: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন (NID), মধ্যপ্রদেশ বেশ কয়েকটি টেকনিক্যাল পদে (Vacancy) নিয়োগ করতে চলেছে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
NID-তে নিয়োগে শূন্যপদের বিবরণ -
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন, মধ্যপ্রদেশ মোট ১১টি টেকনিক্যাল (Technical) পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। যার মধ্যে-
১. অ্যাসিস্ট্যান্ট সিনিয়র টেকনিক্যাল ইনস্ট্রাক্টর পদে রয়েছে ২টি শূন্যপদ
২. অ্যাসোসিয়েট সিনিয়র ডিজান ইনস্ট্রাক্টর পদে রয়েছে ১টি শূন্যপদ
৩. ডিজাইন ইনস্ট্রাক্টর পদে রয়েছে ১টি শূন্যপদ
৪. ডেপুটি ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্য়াল) পদে রয়েছে ১টি শূন্যপদ
৫. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে পয়েছে ১টি শূন্যপদ
৬. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (IT) পদে পয়েছে ১টি শূন্যপদ
৭. সুপারভাইজর (ইলেকট্রিক্যাল/ সিকিওরিটি) পদে রয়েছে ১টি শূন্যপদ
৮. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Technical assistant) পদে রয়েছে ৩টি শূন্যপদ ।
NID-তে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ -
১১টি পদে নিয়োগে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে ৪ নভেম্বর, ২০২১ পর্যন্ত।
NID-তে নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা -
প্রত্যেকটি পদে আবেদনের জন্য আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কর্মক্ষেত্রে অভিজ্ঞতাও প্রয়োজন। এই সব অভিজ্ঞতা বা বয়সসীমা ৪.১১.২০২১ অনুযায়ী ধরা হবে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যদি আবেদনের সময়সীমা বাড়ানোও হয় তাও যোগ্যতা ও বয়সসীমা ৪.১১.২০২১ অনুযায়ীই ধরা হবে।
NID-তে নিয়োগে শূন্যপদে আবেদনের ফি -
জেনেরাল, EWS, OBC (non-creamy layer) ক্যাটাগরির মানুষজনকে আবেদনের জন্য ফি বাবদ ২০০ টাকা করে দিতে হবে। অনলাইনে ফি জমা নেওয়া হবে। কোনওভাবেই এই ফি ফেরতযোগ্য নয়।
এক্ষেত্রে SC, ST, PwD, এক্স-সার্ভিসম্যান ও মহিলাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। তাদের কোনও রকম ফি দিতে হবে না।
আবেদন সংক্রান্ত সম্পূর্ণ তথ্য -
সংস্থা- ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন, মধ্যপ্রদেশ
পদ - টেকনিক্যাল
পদের সংখ্যা - ১১
যোগ্যতা - প্রত্যেকটি পদের যোগ্যতা আলাদাবয়সসীমা - জানানো হয়নিবেতন - জানানো হয়নিআবেদন শুরু - চলছেআবেদন শেষ - ৪ নভেম্বর, ২০২১আবেদনের মাধ্যম - অনলাইনআরও পড়ুন Department of Biotechnology Recruitment 2021: ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজিতে সায়েন্টিস্ট পদে নিয়োগ, জানুন বিশদে!আবেদনের ফি - জেনেরাল, EWS, OBC (non-creamy layer) ক্যাটাগরির মানুষজনকে আবেদনের জন্য ফি বাবদ ২০০ টাকা করে দিতে হবে। বাকিদের ক্ষেত্রে কোনও ফি দিতে হবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jobs, Recruitment