হোম /খবর /চাকরি ও শিক্ষা /
পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?

Recruitment 2021|| পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন? জানুন...

Public service commission Recruitment 2021: বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।

  • Share this:

#ভুবনেশ্বর: সম্প্রতি ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের (Odisha Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।

এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা OPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

আবেদনের তারিখ:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৬ অক্টোবর থেকে। প্রার্থীদের আগামী ২৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে OPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।

আরও পড়ুন: ভারতীয় রেলে ২২২৬ পদে শীঘ্রই নিয়োগ! মাধ্যমিক পাশ হলে আজই আবেদন করুন...

সময়সীমায় যদি কোনও বদল আনা হয় তা পরবর্তীতে প্রার্থীদের নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

শূন্যপদের সংখ্যা ও বিবরণ:

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৬০৬টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে। ওড়িশার উচ্চশিক্ষা বিভাগের অন্তর্গত ডিগ্রি কলেজগুলিতে এই নিয়োগ করা হবে। বিভিন্ন বিষয়ের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাওড়িশা পাবলিক সার্ভিস কমিশন (OPSC)
পদের নামঅ্যাসিস্ট্যান্ট প্রফেসার
শূন্যপদের সংখ্যা৬০৬
কাজের স্থানওড়িশা
কাজের ধরনসরকারি কাজ
নির্বাচন পদ্ধতিমেরিটের ভিত্তিতে ইন্টারভিউ নেওয়া হবে
আবেদন প্রক্রিয়া শুরু২৬.১০.২০২১
শিক্ষাগত যোগ্যতাস্নাতকোত্তরে ৫৫% এর বেশি নম্বর, নেট উত্তীর্ণ বা পিএইচডি ডিগ্রি
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন২৫.১১.২০২১

আবেদনের যোগ্যতা:

যে সকল প্রার্থীদের স্নাতকোত্তরে ৫৫% এর বেশি নম্বর রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনের জন্য নেট উত্তীর্ণ বা পিএইচডি ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। যোগ্যতা ভিত্তিক ছাড়ের জন্য আরও অধিক জানতে প্রার্থীরা OPSC-এর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিতে পারেন।

আরও পড়ুন: সুবর্ণ সুযোগ! ভারতীয় রেলে হাজার হাজার পদে নিয়োগ, দশম শ্রেণি পাশ হলে আজই আবেদন করুন...

বয়সসীমা:

৩ ডিসেম্বর, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

নির্বাচন পদ্ধতি:

প্রার্থীদের মেরিটের ভিত্তিতে কমিশন ইন্টারভিউ অনুষ্ঠিত করবে। সে ক্ষেত্রে প্রার্থী নির্বাচনে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

যে সকল বিষয়ে একের অধিক শূন্যপদ রয়েছে সেখানে মূলত একটি শূন্যপদের জন্য ৩ জন প্রার্থীকে ডাকা হবে। যদি কোনও বিষয়ে ১টি মাত্র শূন্যপদ থাকে সে ক্ষেত্রে ১০ জন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Job News, Recruitment 2021