REC Recruitment 2021: সম্প্রতি রুরাল ইলেক্ট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেডে (Rural Electrification Corporation Limited) ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিসট্যান্ট ম্যানেজার এবং অন্যান্য পদের জন্য নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র চাওয়া হয়েছে। যোগ্য এবং উৎসাহী প্রার্থীরা শীঘ্রই আবেদনপত্র জমা দিতে পারেন। রুরাল ইলেক্ট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট recindia.nic.in-এ গিয়ে প্রার্থীরা এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন।
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীদের ১৬ অগাস্ট, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র এবং আবেদনের ফি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।
রুরাল ইলেক্ট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেডে শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট পদের সংখ্যা ২৫টি রয়েছে বলে জানানো হয়েছে।
রুরাল ইলেক্ট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেডে শূন্যপদের বিবরণ:
জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস্): ১টি পদ
চিফ ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং): ২টি পদ
ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং): ৪টি পদ
ডেপুটি ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং): ৫টি পদ
ডেপুটি ম্যানেজার (ইনফরমেশন টেকনোলজি): ১টি পদ
অ্যাসিসট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং): ৬টি পদ
অ্যাসিসট্যান্ট ম্যানেজার (I ইনফরমেশন): ২টি পদ
অফিসার (সেক্রেটারিয়াল): ১টি পদ
অ্যাসিসট্যান্ট অফিসার (সেক্রেটারিয়াল): ২টি পদ
অ্যাসিসট্যান্ট অফিসার (রাজভাষা): ১টি পদ
আবেদন ফি:
প্রার্থীদের আবেদন বাবদ ১০০০ টাকা দিতে হবে। ST, SC, PH এবং প্রতিষ্ঠানের অন্তর্বর্তী প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীদের প্রথমে রুরাল ইলেক্ট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.recindia.nic.in/ যেতে হবে।
তার পর career tab-এ গিয়ে ক্লিক করতে হবে।
প্রার্থীদের সামনে নতুন একটি পেজ খুলবে, সেখানে প্রার্থীদের ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদনপত্রটি পূরণ করার জন্য ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
এর পর প্রার্থীরা নিজেদের ফর্মটি পূরণ করে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে পারবেন।
ডকুমেন্ট আপলোডের পর প্রার্থীদের আবেদন ফি জমা করাতে হবে।
প্রার্থীরা ভবিষ্যতে সুবিধের জন্য আবেদনের একটি হার্ড কপি সংরক্ষণ করে রাখতে পারেন।
এর পর প্রার্থীদের আবেদনপত্র, সিগনেচার ও অন্যান্য ডকুমেন্ট এনভেলাপে করে ২৬ অগাস্ট, ২০২১ তারিখের আগে Dy. Officer (HR)-এর কাছে এই ঠিকানায় “REC World Headquarters, I-4, City Center, Sector-29, Gurugram, HARYANA” পাঠাতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jobs, Recruitment