ভেটেনারি ইন্সপেক্টর (Veterinary Inspector) গ্রুপ সি ৮৬৬টি শূন্যপদে নিয়োগ করবে পঞ্জাবের সার্বোডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড (PSSSB)। উত্তীর্ণদের মৎস্য (Fisheries) এবং ডেয়ারি বিভাগে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে সেটি হল https://sssb.punjab.gov.in । আবেদনের শেষ দিন ৩০ জুলাই ২০২১।
বিজ্ঞাপন প্রকাশের দিন- ৮ জুলাই ২০২১
অনলাইন আবেদনপত্র গ্রহণ শুরু- ৮ জুলাই ২০২১
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন- ৩০ জুলাই ২০২১ বিকেল ৫টা
আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন- ৩ অগস্ট ২০২১ (অনলাইন)
PSSSB VI Recruitment 2021 : শূন্যপদের বিস্তারিত তথ্য
ক্যাটাগরি ক্যাটাগরি কোড টোটাল মহিলা
জেনারেল ১০১ ৩৩২ ৯৪
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি ১০২ ৮৫ ২৪
তফসিলি জাতি (মাঝভি এবং বাল্মীকি) ১০৩ ৮৫ ৩৪
তফসিলি জাতি (রামদাসিয়া এবং অন্য) ১০৪ ৮৪ ৩৪
পিছিয়ে পড়া শ্রেণি ১০৫ ৮৪ ৩৪
প্রাক্তন সমরকর্মী (জেনারেল) ১০৬ ৫৯ ৩৪
প্রাক্তন সমরকর্মী (তফসিলি) ১০৮ ১৮ ০
প্রাক্তন সমরকর্মী (ডিপেন্টেন্ট) ১০৭ ০ ০
প্রাক্তন সমরকর্মী (মাঝভি এবং বাল্মীকি) ১০৯ ০ ০
প্রাক্তন সমরকর্মী (রামদাসিয়া এবং অন্য) ১১১ ০ ০
প্রাক্তন সমরকর্মী (ব্যাকওয়ার্ড ক্লাস) ১১২ ১৭ ০
প্রাক্তন সমরকর্মী (ডিপেন্ডেন্ট) ১১৩ ০ ০
স্পোর্টস (জেনারেল) ১১৪ ১৬ ৮
স্পোর্টস (মাঝভি এবং বাল্মীকি) ১১৫ ৪ ০
স্পোর্টস (রামদাসিয়া এবং অন্য) ১১৬ ৪ ০
PSSSB VI রিক্রুটমেন্ট ২০২১: আবেদন ফি-জেনারেল ক্যাটাগরির জন্য আবেদন ফি ১০০০ টাকা। তফসিলি জাতি ও তফসিলি উপজাতির জন্য আবেদন ফি ২৫০ টাকা। প্রাক্তন সমরকর্মীদের জন্য আবেদন ফি ২০০ টাকা। হ্যান্ডিক্যাপ্ড প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। একবার আবেদন করা হয়ে গেলে যদি কোনও কারণে আবেদন পত্র বাতিল করা হয় তাহলে সেই টাকা ফেরত হবে না।
PSSSB VI রিক্রুটমেন্ট 2021: বেতনক্রম
সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী বেতন পাবেন উত্তীর্ণ প্রার্থীরা। তাঁদের নূন্যতম বেতন হবে ২৯ হাজার ২০০ টাকা। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বাকি সুবিধা পাবেন উত্তীর্ণ প্রার্থীরা।
PSSSB VI রিক্রুটমেন্ট 2021: যোগ্যতা
আবেদনকারীদের ১০+২ পাশ করে থাকতে হবে। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয় হিসেবে থাকতে হবে। অথবা ভেটেনারি সায়েন্সে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
যাঁরা আবেদন করবেন তাঁরা নির্দিষ্ট ওয়েবসাইটে সম্পূর্ণ নোটিফিকেশন ভালো করে পড়ে তার পর আবেদন করবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recruitment 2021