#নয়াদিল্লি: ওড়িশা সাব-অর্ডিনেট স্টাফ সিলেকশন কমিশনের (Odisha Sub-Ordinate Staff Selection Commission) বিভিন্ন পদে নিয়োগ চলছে। সম্প্রতি ওড়িশা সাব-অর্ডিনেট স্টাফ সিলেকশন কমিশনের অধীনে লাইভস্টক ইন্সপেক্টর পদের জন্য নাম রেজিস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য এবং উৎসাহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। ওড়িশা সাব-অর্ডিনেট স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট osssc.gov.in-এ গিয়ে প্রার্থীরা এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, ৫ অগাস্ট ২০২১ তারিখ থেকে প্রার্থীদের নাম রেজিস্টারের প্রক্রিয়া শুরু হচ্ছে। যে সব প্রার্থীরা লাইভস্টক ইন্সপেক্টর পদের জন্য নাম রেজিস্টার করাতে চান তাঁদের ২৬ অগাস্ট, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে।
OSSSC-তে শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট পদের সংখ্যা ৫৬৫টি রয়েছে বলে জানানো হয়েছে।
আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের দশম শ্রেণি বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেক্ষেত্রে ম্যাট্রিকুলেশন বা দশম শ্রেণির পরীক্ষায় ভাষা ছাড়াও অন্যান্য বিষয়ের পরীক্ষায় ভাষা মাধ্যম ওড়িয়া হতে হবে। প্রার্থীদের অন্তর্বর্তী পরীক্ষায় একটি ভাষা হিসেবে ওড়িয়া থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের ওড়িয়া ভাষায় লিখতে, পড়তে ও কথা বলতে পারার দক্ষতা থাকা চাই।
প্রার্থীদের আবেদনের বয়সসীমা:
লাইভস্টক ইন্সপেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২১ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে পারে।
নিয়োগ প্রক্রিয়া:
প্রার্থীদের এই পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। এর পর ওই লিখিত পরীক্ষা এবং চুক্তিভিত্তিক কাজের দক্ষতার ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ওড়িশা সরকারের গ্রুপ-সি এবং গ্রুপ-ডির চুক্তিভত্তিক কাজের নির্দেশ, ২০১৩ অনুসারে এই লিস্ট প্রকাশ হবে। সেক্ষেত্রে প্রতিটি জেলায় শূন্যপদের সংখ্যা অনুযায়ী মেরিট লিস্ট থাকবে। তবে প্রার্থীরা অনলাইন আবেদনের সময়ে নিজেদের পছন্দ মতো জেলায় আবেদন করতে পারবেন।
আবেদন ফি:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
আরও বিশদে জানতে প্রার্থীরা এই লিঙ্কে http://%20https//osssc.gov.in/Docs/Livestock-Inspector-Detail-Advertisement.PDF গিয়ে খোঁজ নিতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Government Job, Job News, Odisha