হোম /খবর /চাকরি ও শিক্ষা /
অয়েল ইন্ডিয়াতে বিভিন্ন বিভাগে অফিসার পদে নিয়োগ চলছে, আজই আবেদন করুন

Oil India Limited Recruitment: অয়েল ইন্ডিয়াতে বিভিন্ন বিভাগে অফিসার পদে নিয়োগ চলছে, আজই আবেদন করুন

অয়েল ইন্ডিয়াতে বিভিন্ন বিভাগে অফিসার পদে নিয়োগ চলছে, আজই আবেদন করুন

অয়েল ইন্ডিয়াতে বিভিন্ন বিভাগে অফিসার পদে নিয়োগ চলছে, আজই আবেদন করুন

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে PSU-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। (Oil India Limited Recruitment)

  • Share this:

#গুয়াহাটি: নবরত্ন পাবলিক সেক্টরের অধীনস্থ (Navratna Public Sector Undertaking) অয়েল ইন্ডিয়া লিমিটেডে (Oil India Limited) অফিসার, গ্রেড সি, এ এবং বি পদে নিয়োগ চলছে (Oil India Limited Recruitment)। নির্বাচিত প্রার্থীদের অসম রাজ্যে নিয়োগ করা হবে (Oil India Limited Recruitment)। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে PSU-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। (Oil India Limited Recruitment)

Oil India Limited Recruitment: আবেদনের তারিখপ্রতিষ্ঠানের তরফে জানানও হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীরা আগামী ১০ অক্টোরব, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে PSU-এর অফিসিয়াল ওয়েবসাইটেই প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন।
Oil India Limited Recruitment: শূন্যপদের সংখ্যা বিস্তারিত বিবরণপ্রতিষ্ঠানের তরফে মোট ৩৫টি পদ রয়েছে বলে জানানও হয়েছে।
Oil India Limited Recruitment: শূন্যপদের বিস্তারিত বিবরণ সুপারিন্টেনডিং ইঞ্জিনিয়ার (ড্রিলিং): ১টি পদ সুপারিন্টেনডিং মেডিক্যাল অফিসার (রেডিয়োলজি): ১টি পদ সুপারিন্টেনডিং ইঞ্জিনিয়ার (এনভায়রনমেন্ট): ৩টি পদ সুপারিন্টেনডিং মেডিক্যাল অফিসার (অর্থোপেডিক সার্জেন): ১টি পদ সিনিয়র মেডিক্যাল অফিসার: ৪টি পদ সিনিয়র সিকিউরিটি অফিসার: ১টি পদ সিনিয়র অফিসার (ইলেকট্রিক্যাল): ৬টি পদ সিনিয়র অফিসার (ইলেকট্রিক্যাল এবং কমিউনিকেশন): ২টি পদ সিনিয়র অফিসার (ল্যান্ড/ লিগ্যাল): ২টি পদ সিনিয়র অফিসার (মেকানিক্যাল): ১০টি পদ সিনিয়র অফিসার (জিওফিজিক্স): ১টি পদ সিনিয়র অফিসার (ইন্সট্রুমেন্টেশন): ২টি পদ কনফিডেন্সিয়াল সেক্রেটারি: ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: সংস্থা: অয়েল ইন্ডিয়া লিমিটেড পদের নাম: অফিসার, গ্রেড সি, এ এবং বি শূন্যপদের সংখ্যা: ৩৫ কাজের স্থান: অসম কাজের ধরন: কিছু জানানো হয়নি নির্বাচন পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, গ্রুপ ডিসকাশন বা গ্রুপ টাস্ক এবং ব্যক্তিগত ইন্টারভিউ আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শেষ দিন: ১০.১০.২০২১
Oil India Limited Recruitment: নির্বাচন পদ্ধতি প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, গ্রুপ ডিসকাশন বা গ্রুপ টাস্ক এবং ব্যক্তিগত ইন্টারভিউয়ের ভিত্তিতে নির্বাচন করা হবে। জেনারেল, ওবিসি এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ৫০% নম্বর এবং বাদবাকি ক্যাটাগরির প্রার্থীদের ৪০% নম্বর ধার্য করা হয়েছে। তবে অন্যান্য পরীক্ষার জন্য এজাতীয় কোনও সংরক্ষণের ব্যবস্থা নেই।
আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনে এগ্রিকালচারাল অফিসার ও অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ!
Published by:Raima Chakraborty
First published:

Tags: Job alert, Job News, Job Vacancy