হোম /খবর /চাকরি ও শিক্ষা /
৬ মাসের নার্সিং ট্রেনিং, মিলবে সরকারি সার্টিফিকেট, কীভাবে আবেদন জানুন এক ক্লিকে...

Recruitment 2021: ৬ মাসের নার্সিং ট্রেনিং, মিলবে সরকারি সার্টিফিকেট, কীভাবে আবেদন জানুন এক ক্লিকে...

প্রার্থীদের উত্তরপ্রদেশ ন্যাশনাল হেল্থ মিশনের অফিসিয়াল ওয়েবসাইট http://upnrhm.gov.in/ ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • Share this:

#নয়াদিল্লি: উত্তরপ্রদেশ ন্যাশনাল হেল্থ মিশন (National Health Mission), সংক্ষেপে NHM-এর তরফ থেকে নার্সিং সংক্রান্ত নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়ার অধীনে ৬ মাসের চুক্তির ভিত্তিতে সার্টিফিকেট ইন কমিউনিটি হেল্থ ফর নার্সেস (Certificate in Community Health for Nurses), সংক্ষেপে CCHN ট্রেনিং পরিচালিত হবে। স্বাভাবিক ভাবেই ৬ মাসের এই কোর্স শেষ হলে মিলবে সরকারি সার্টিফিকেট। বিশদ তথ্যের জন্য যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের উত্তরপ্রদেশ ন্যাশনাল হেল্থ মিশনের অফিসিয়াল ওয়েবসাইট http://upnrhm.gov.in/ ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

সার্টিফিকেট ইন কমিউনিটি হেল্থ ফর নার্সেস ট্রেনিংয়ে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:

১. অনলাইনে আবেদন দাখিল করার কাজ সুরু হয়ে গিয়েছে ৩০ জুন, ২০২১ তারিখ থেকে।২. অনলাইনে আবেদন জমা করার শেষ তারিখ ২০ জুলাই, ২০২১।

সার্টিফিকেট ইন কমিউনিটি হেল্থ ফর নার্সেস ট্রেনিংয়ের শূন্যপদের বিবরণ:

১. অসংরক্ষিত প্রার্থীদের জন্য আসন রয়েছে ১১২০টি।

২. EWS প্রার্থীদের জন্য আসন রয়েছে ২৮০টি।

৩. OBC প্রার্থীদের জন্য আসন রয়েছে ৭৫৬টি।

৪. SC প্রার্থীদের জন্য আসন রয়েছে ৫৮৮টি।

৫. ST প্রার্থীদের জন্য আসন রয়েছে ৫৬টি।

সার্টিফিকেট ইন কমিউনিটি হেল্থ ফর নার্সেস ট্রেনিংয়ের বয়সগত যোগ্যতা:যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের বয়স ৩৫ বছরের উপরে হওয়া চলবে না বলে জানা গিয়েছে।

সার্টিফিকেট ইন কমিউনিটি হেল্থ ফর নার্সেস ট্রেনিংয়ের বয়সগত যোগ্যতা:

১. জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (General Nursing and Midwifery), সংক্ষেপে GNM-এর ডিগ্রি থাকতে হবে।

২. B.Sc. Nursing বা Post-Basic B.Sc ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।

সার্টিফিকেট ইন কমিউনিটি হেল্থ ফর নার্সেস ট্রেনিংয়ের অনলাইনে আবেদন প্রক্রিয়া:

১. সবার প্রথমে উত্তরপ্রদেশ ন্যাশনাল হেল্থ মিশনের অফিসিয়াল ওয়েবসাইট http://upnrhm.gov.in/ ভিজিট করতে হবে।

২. হোমপেজ থেকে Updates অপশনে ক্লিক করতে হবে।

৩. Application form link for 2,800 CHO লিঙ্কে ক্লিক করতে হবে।

৪. ব্যক্তিগত তথ্য এবং মোবাইল নম্বর দিয়ে প্রথমে নাম রেজিস্টার করতে হবে।

৫. রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং মেইল আইডি-তে লগ ইন আইডি আর পাসওয়ার্ড পাঠানো হবে।

৬. লগ ইন করে আবেদনপত্র পূরণ করতে হবে, প্রয়োজনীয় নথির স্ক্যানড কপি আপলোড করতে হবে।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Nurse, Recruitment 2021