#নয়াদিল্লি: শীঘ্রই শুরু হতে চলেছে ন্যাশনাল বোর্ড অফ একজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেসের (NBEMS) নিয়োগ প্রক্রিয়া। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (Senior Assistant), জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant) এবং জুনিয়র অ্যাকাউনট্যান্ট (Junior Accountant) পদে নিয়োগে করা হবে। পরীক্ষাটিতে বসার জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য অনলাইন লিঙ্ক ১৫ জুলাই থেকে সক্রিয় করা হবে। আবেদনকারীদের রেজিস্ট্রেশনের শেষ তারিখ হল ১৪ অগস্ট।
এনবিইএমএসের তরফে জানানো হয়েছে যে ৪২টি শূন্যপদের জন্য নিয়োগ করা হচ্ছে। যার মধ্যে সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে ৮টি শূন্যপদ, ৩০টি হল জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য এবং জুনিয়র অ্যাকাউনট্যান্টের জন্য ৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ন্যাশনাল বোর্ড অফ একজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেসের আবেদন ফি: অ-সংরক্ষিত এবং OBC বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১৫০০ টাকা এবং তার সঙ্গে ১৮% জিএসটি (GST) দিতে হবে। তফশিলি জাতি/তফশিলি উপজাতি এবং PWD বিভাগের প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
ন্যাশনাল বোর্ড অফ একজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেসের আবেদনের বয়সসীমা: পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বাধিক ২৭ বছর বয়সের প্রার্থী আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
ন্যাশনাল বোর্ড অফ একজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেসের নিয়োগের নির্বাচন প্রক্রিয়া: দু'টি ধাপে পরীক্ষা হবে। যেখানে একটি ধাপে সর্বাধিক ২০০ নম্বরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপে কম্পিউটার জ্ঞান এবং স্কিল টেস্টের উপরে ১০০ নম্বরের পরীক্ষা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) পরীক্ষা ২০ সেপ্টেম্বর নেওয়া হবে। সব ক্ষেত্রেই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাসের ডিগ্রি থাকতে হবে৷
ন্যাশনাল বোর্ড অফ একজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেসের আবেদনকারীর যোগ্যতার মাপকাঠি: কম্পিউটার কোর্সের অভিজ্ঞতা থাকলে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে সামগ্রিকভাবে প্রার্থীরা পরীক্ষায় আবেদনের যোগ্যতার মাপকাঠির জন্য এনবিইএমএসের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখতে পারেন৷
সংশ্লিষ্ট বিষয়ে আপডেটের জন্য নিয়মিত এনইবিএমএসের অফিসিয়াল ওয়েবসাইট https://www.natboard.edu.in/ দেখুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jobs