ভোপাল: জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ ( Public Health & Family Welfare) দফতরের অধীনে মেডিক্যাল অফিসার নিয়োগ করবে মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের ((MPPSC) মাধ্যমে নিয়োগ হবে।
মোট ৫৭৬টি পদের জন্য নিয়োগ করা হবে। আবেদনকারীকে সরাসরি মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের ওয়েবসাইটের অ্যাড্রেস হল- https://mppsc.nic.in/। জুলাই মাসের ২৩ তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।
এবার দেখে নেওয়া যাক কাদের জন্য কত শূন্যপদ বরাদ্দ করা হয়েছে-
নম্বর ক্যাটাগরি শূন্যপদ মধ্যপ্রদেশের মহিলাদের জন্য সংরক্ষিত
১) অসংরক্ষিত (UR) ১১৪ ৪৮
২) তফসিলি জাতি (SC) ৭২ ২৪
৩) তফসিলি উপজাতি (ST) ২৪২ ৮০
৪) ওবিসি (OBC) ৬০ ২০
৫) ই উব্লি এস (EWS) ৫৮ ১৯
মোট কর্মখালি ৫৭৬ ১৯১
একনজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ দিনগুলি-
নম্বর ইভেন্ট তারিখ
১) অনলাইন আবেদনপত্র গ্রহণের দিন ২৪ জুন ২০২১
২) অনলাইন আবেদনের শেষ দিন ২৩ জুলাই ২০২১
৩) আবেদনের হার্ড কপি জমার শেষ দিন ৫ অগাস্ট ২০২১
৪) আবেদন সংশোধনের দিন ১ জুলাই থেকে ২৫ জুলাই
মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে মেডিকেল অফিসার নিয়োগের বয়সসীমা
মেডিকেল অফিসার পদের জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের বয়সসীমা ২০২২ সালের ১ জানুয়ারির মধ্যে সর্বনিম্ন ২১ বছর ও সর্বোচ্চ ৪০ বছর। সুতরাং ওই বয়সসীমার মধ্যে যাঁরা থাকবেন তাঁরা মেডিক্যাল অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন।
তবে সংরক্ষিত আসনগুলির জন্য বয়সের সীমায় বেশ কিছু ছাড় আছে।
মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে মেডিক্যাল অফিসার নিয়োগের ফি কত?
জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য মেডিক্যাল অফিসার নিয়োগের আবেদন ফি ৫০০ টাকা। এবং তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অবসরপ্রাপ্ত সমরকর্মীদের জন্য আবেদন ফি ২৫০ টাকা।
আবেদন জন্য টাকা জমা করতে হবে অনলাইনে। সেক্ষেত্রে আবেদনকারীরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং ব্যবহার করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা
মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিসের অধীনে মেডিক্যাল অফিসার পদের জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের প্রত্যককে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এম বি বি এস উত্তীর্ণ হতে হবে।
বেতনক্রম
সফল আবেদনকারীদের বেতন হবে ১৫৬০০-৩৯১০০ +৫৪০০ গ্রেড পে (ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী)।
আবেদন করতে হলে লগ ইন করুন- https://mppsc.nic.in/ লিঙ্ক মারফত এবং আবেদন করার আগে সমস্ত নোটিফিকেশন ভালো করে পড়ে নিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recruitment