#নয়াদিল্লি: সম্প্রতি দিল্লি পুলিশের (Delhi Police) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে লিগ্যাল কনসালট্যান্ট পদে নিয়োগের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা দিল্লি পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে delhipolice.nic.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Delhi Police Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৪ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে দিল্লি পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটেই delhipolice.nic.in আবেদনপত্র পাওয়া যাবে।
Delhi Police Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১১টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে। মূলত দিল্লি পুলিশের ইনভেস্টিগেটিং অফিসারদের লিগ্যাল ভাবে অ্যসিস্ট করার জন্য অ্যাডভোকেট বা লইয়ার পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আরও পড়ুন- মেট্রো রেলে জিএম, এজিএম ও ম্যানেজার পদে নিয়োগ! জানুন বিস্তারিত
Delhi Police Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ল ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। এছাড়াও প্রার্থীদের রেজিস্টার করা প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে। ৫ বছরের ক্রিমিনাল কেস বিষয়ে বিশেষ করে ট্রায়াল কেসে প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে।
Delhi Police Recruitment 2021: বয়সসীমা
১ অক্টোবর, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ৬৫ বছরের বেশি হওয়া বাঞ্ছনীয় নয়।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: দিল্লি পুলিশ
পদের নাম: লিগ্যাল কনসালট্যান্ট
শূন্যপদের সংখ্যা: ১১
কাজের স্থান: দিল্লি
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: ০৬.১০.২০২১
শিক্ষাগত যোগ্যতা: ল ডিগ্রি, ৫ বছরের ক্রিমিনাল কেসের অভিজ্ঞতা
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অফলাইন
আবেদনের শেষ দিন: ১৪.১০.২০২১
Delhi Police Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের ক্রিমিনাল কেসে প্র্যাকটিসের অভিজ্ঞতার নিরিখে শর্টলিস্টেড করা হবে। ইন্টারভিউয়ের জন্য পুলিশ কমিশনারের (Commissioner of Police) তত্ত্বাবধানে একটি সিলেকশন কমিটি (Selection Committee) গঠন করে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। সে ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে।
Delhi Police Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে?
দিল্লি পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট delhipolice.nic.in থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের পূর্বে নোটিফিকেশনটি ভালো করে পড়ে নিতে হবে। এর পর পূরণ করা আবেদনপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্ট সহ পাঠাতে হবে এই ঠিকানায়- ‘Room No. 623, 6th floor, Tower-II, New PHQ, Jai Singh Road, New Delhi’। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi Police