#কলকাতা: বেশ কয়েকটি পদে নিয়োগ করবে IDBI ব্যাঙ্ক। একজিকিউটিভ পদে নিয়োগ করা হবে। তবে যাঁদের নিয়োগ করা হবে তাঁদের সকলকে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে। ইচ্ছুকদের IDBI ব্যাঙ্কের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। যে ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে সেটি হল-idbibank.in
প্রাথমিক ভাবে এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে পারফরম্যান্সের ভিত্তিতে চুক্তির মেয়ার আরও ২ বছর বাড়ানো হতে পারে। তবে পুরোটাই নির্ভর করছে সেই সময় শূন্যপদ রয়েছে কি না তার উপরে। শূন্যপদ থাকলে তবেই বাড়ানো হবে চুক্তির মেয়াদ।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৪ অগাস্ট ২০২১ তারিখে। এবং আবেদন করার শেষ তারিখ ১৮ অগাস্ট ২০২১। অনলাইন পরীক্ষা নেওয়া হবে ৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে।
IDBI ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২১: শূন্যপদের বিবরণ
মোট ৯২০টি শূন্যপদের বিজ্ঞাপন প্রকাশ হয়েছে। উত্তীর্ণ সকলকে ব্যাঙ্কের একজিকিউটিভ পদে নিয়োগ করা হবে।
IDBI ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২১: বয়সসীমা
যাঁদের বয়স ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে, তাঁরাই ওই পদগুলির জন্য আবেদনের যোগ্য।
IDBI ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২১: শিক্ষাগত যোগ্যতা
স্নাতক স্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর থাকলে তবেই আবেদনের যোগ্য হবেন জনৈক প্রার্থী। তবে বিভিন্ন সংরক্ষিত শ্রেণির জন্য নম্বরে ছাড় দেওয়া হয়েছে। তাঁদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর থাকলেই আবেদনের যোগ্য বলে বিবেচনা করা হবে।
IDBI ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২১: আবেদন ফি
অসংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য ১০০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
তফসিলি জাতি, তফসিলি উপজাতি শ্রেণির জন্য আবেদন ফি ২০০টাকা।
IDBI ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২১: কী ভাবে আবেদন করবেন?
আবেদনকারীকে প্রথমে IDBI ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোম পেজে কেরিয়ার ট্যাব থাকবে। সেখানে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। ওই পেজে থাকবে, রিক্রুটমেন্ট অফ একজিকিউটিভ অন কনট্রাক্ট ২০২১। সেখানে ক্লিক করে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর আবেদনকারীর নির্দিষ্ট ফোন নম্বরে আই-ডি এবং পাসওয়ার্ড যাবে। তার পর নতুন একটি ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। এবং সব শেষে ফি জমা করতে হবে।
যাঁরা আবেদন করতে চান তাঁরা নোটিফিকেশন ভালো করে পড়ে তার পর আবেদন করুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recruitment