হোম /খবর /চাকরি ও শিক্ষা /
সুখবর! ভারতীয় রেলে হাজার হাজার শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাশ হলে আজই আবেদন করুন..

Indian Railways Recruitment 2021: সুখবর! ভারতীয় রেলে হাজার হাজার শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাশ হলে আজই আবেদন করুন...

ভারতীয় রেলে হাজার হাজার শূন্যপদে নিয়োগ। ফাইল ছবি।

ভারতীয় রেলে হাজার হাজার শূন্যপদে নিয়োগ। ফাইল ছবি।

যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে ২৪ জুনের মধ্যে ভারতীয় রেলওয়ের ওয়েবসাইট rrc-wr.com মারফত!

  • Share this:

#নয়াদিল্লিঃ একে সরকারি চাকরি, তার উপরে এই করোনাকালে যেখানে বাজারে কাজের অভাব, সেই তুলনায় শূন্যপদের সংখ্যাও যথেষ্ট- ৩৫৯১ জনকে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল শিক্ষানবিশি হিসেবে। এর জন্য দশম শ্রেণী পাস হলেই চলবে, কোনও পরীক্ষায় বসারও দরকার হবে না। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে ২৪ জুনের মধ্যে ভারতীয় রেলওয়ের ওয়েবসাইট rrc-wr.com মারফত!

কোথায় কত শূন্যপদ :

মুম্বই ডিভিশন (MMCT)- ৭৩৮

ভদোদরা (BRC) ডিভিশন- ৪৮৯

আহমেদাবাদ ডিভিশন (ADI)- ৬১১

রতলাম ডিভিশন (RTM)- ৪৩৪

রাজকোট ডিভিশন (RJT)- ১৭৬

ভাবনগর ওয়ার্কশপ (BVP)- ২১০

লোয়ার প্যারেল (PL) ওয়ার্কশপ- ৩৯৬

মহালক্ষ্মী (MX) ওয়ার্কশপ- ৬৪

ভাবনগর (BVP ) ওয়ার্কশপ- ৭৩

দাহোড় (DHD) ওয়ার্কশপ- ১৮৭

প্রতাপনগর (PRTN) ওয়ার্কশপ, ভদোদরা- ৪৫

সবরমতী (SBI ) ENGG ওয়ার্কশপ, আহমেদাবাদ- ৬০

সবরমতী (SBI ) সিগন্যাল ওয়ার্কশপ, আহমেদাবাদ- ২৫

হেডকোয়ার্টার অফিস (HQ)- ৩৪

যোগ্যতা:

১. আবেদনকারীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে, কেবলমাত্র সংরক্ষিত আসনে বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।২. আবেদনকারীদের সরকারি, বেসরকারি, সরকার দ্বারা পোষিত স্কুল থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণী পাস করতে হবে।

বেতন:

আবেদনকারীদের শিক্ষানবিশ হিসেবে এক বছর কাজ করতে হবে, এর মধ্যে রাজ্য সরকারের ধার্য করা নিয়ম অনুযায়ী তাঁদের ভাতা দেওয়া হবে।

নির্বাচন প্রক্রিয়া:

আবেদনকারীদের কোনও লিখিত পরীক্ষা দেওয়া হবে না। তার বদলে দশম শ্রেণীর পরীক্ষার নম্বর এবং ITI পরীক্ষার নম্বরের ভিত্তিতে একটি গড় মেরিট লিস্ট তৈরি করা হবে।

আবেদন কী ভাবে করবেন:

স্টেপ ১: ইন্টারনেট ব্রাউজারে সার্চ করবেন www.rrc-wr.com

স্টেপ ২: হোমপেজে অ্যাপ্লিকেশন ফর্ম সম্পর্কিত একটি লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করুন।

স্টেপ ৩: নতুন পেজে যাওয়ার পর, আপনি একটি ফর্ম দেখতে পাবেন সেখানে আপনার সমস্ত ডিটেলস ফিল আপ করুন। এটা নিশ্চিত করবেন যেন আপনার দেওয়া সমস্ত তথ্য যেন সঠিক হয় এবং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে।

স্টেপ ৪: সাবমিট বটনে ক্লিক করার পর, আপনার কাছে আবেদনের ফি চাওয়া হবে। যদি আপনি মহিলা অথবা সিডিউল কাস্ট, সিডিউল ট্রাইবের অন্তর্গত হন বা দিব্যাঙ্গ ব্যক্তি হন তাহলে আপনি সেই সংক্রান্ত অপশনটি সিলেক্ট করতে পারেন যার জন্য কোনও টাকা লাগবে না। সব কিছু হয়ে যাওয়ার পর, আপনি একটা কনফারমেশন মেসেজ পাবেন।

স্টেপ ৫: এবার ফর্মের একটি স্ক্রিনশট বা প্রিন্ট আউট নিয়ে নিন ভবিষ্যতে কাজের জন্য।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Indian Railways, Indian Railways Recruitment 2021, Job recruitment