কলকাতা: পশ্চিমবঙ্গের জন্য ভাল খবর ৷ এ রাজ্যে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট তাদের নতুন ‘ফুলফিলমেন্ট সেন্টার’ (warehouse) খুলতে চলেছে ৷ যা আকারের দিক থেকে এ রাজ্যে দ্বিতীয় স্থানে থাকবে ৷ যার জন্য সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হতে পারে ৷ ডানকুনিতে এই ওয়্যারহাউস বা ফুলফিলমেন্ট সেন্টার তৈরি হলে Flipkart ও Myntra পশ্চিমবঙ্গে তাদের ব্যবসা ও ডেলিভারির কাজকর্মকে আরও শক্তিশালী করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে ৷
ডানকুনিতে তৈরি হবে সংস্থার নতুন ‘ফুলফিলমেন্ট সেন্টার’। ২.২ লাখ স্কোয়ারফিট জায়গার উপর গড়ে ওঠা এই সেন্টারের ফলে সরাসরি কাজ পাবেন প্রায় ৩৫০০ জন। এই ‘ফুলফিলমেন্ট সেন্টার’-টি ফ্লিপকার্ট ছাড়া ব্যবহার করবে মিন্ত্রাও।
ফ্লিপকার্টের পক্ষ থেকে জানানো হয়, এই বিনিয়োগের পর সরাসরি কর্মসংস্থানের পাশাপাশি আরও বহু মানুষ এ রাজ্যে কাজ পাবেন। ডেলিভারি পার্টনার হিসেবে কাজ পাবেন বহু মানুষ। সংস্থার তরফে আরও জানানো হয়, নতুন বিনিয়োগের ফলে রাজ্য ছোট এবং মাঝারি ব্যবসাগুলি শক্তিশালী হবে। প্রচুর মানুষও কাজ পাবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Flipkart, West bengal