হোম /খবর /চাকরি ও শিক্ষা /
৩৮০ পদে স্থায়ী কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম শ্রেণি উত্তীর্ণ

FCI Haryana Recruitment 2021: ৩৮০ পদে স্থায়ী কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম শ্রেণি উত্তীর্ণ

৩৮০ পদে স্থায়ী কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম শ্রেণি উত্তীর্ণ

৩৮০ পদে স্থায়ী কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম শ্রেণি উত্তীর্ণ

প্রার্থীদের আগামী ১৯ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে। (FCI Haryana Recruitment 2021)

  • Share this:

#চণ্ডীগড়: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (Food Corporation of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হরিয়ানার বিভিন্ন স্থানে ওয়াচম্যান পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে fci haryana-watch-ward.in গিয়ে খোঁজ নিতে পারেন।

FCI Haryana Recruitment 2021: আবেদনের তারিখপ্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৯ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
FCI Haryana Recruitment 2021: শূন্যপদের সংখ্যাপ্রতিষ্ঠানের তরফে মোট ৩৮০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
FCI Haryana Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ জেনারেল ক্যাটাগরি: ১৬৮টি পদ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বর্গ: ৩৮টি পদ তফসিলি জাতি: ৭২টি পদ ওবিসি: ১০২টি পদ
FCI Haryana Recruitment 2021: বয়সসীমাপ্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: সংস্থা: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) পদের নাম: ওয়াচম্যান শূন্যপদের সংখ্যা: ৩৮০ কাজের স্থান: হরিয়ানা কাজের ধরন: সরকারি নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন আবেদনের শেষ দিন: ১৯.১১.২০২১
FCI Haryana Recruitment 2021: আবেদন ফিপ্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে ২৫০ টাকা আবেদন ফি জমা করাতে হবে।
FCI Haryana Recruitment 2021: আবেদনের যোগ্যতাওয়াচম্যান পদে আবেদনের জন্য প্রার্থীদের ৮ম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অন্য দিকে, চুক্তিভিত্তিক প্রাক্তন সিকিউরিটি গার্ডদের ৫ম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
FCI Haryana Recruitment 2021: আবেদন পদ্ধতিপ্রার্থীদের সবার প্রথমে FCI-এর অফিসিয়াল ওয়েবসাইটে fci-punjab-watch-ward.in যেতে হবে। এর পর দু’ভাগে সমগ্র আবেদনপত্রটি পূরণ করতে হবে। প্রথম ভাগে আবেদনপত্রের সম্পূর্ণ বিবরণ পড়ে নিয়ে তথ্য প্রদানে স্থানগুলি পূরণ করতে হবে। এরপর ফর্মের সঙ্গে যাবতীয় সার্টিফিকেট, ফটো, সিগনেচার, আবেদন ফি, ও ডকুমেন্টের স্ক্যান করা কপি সহ আবেদনপত্রটি সাবমিট করতে হবে।

আরও পড়ুন: টাটা কনসালটেন্সি সার্ভিসে প্রচুর পদে নিয়োগ! যোগ্যতা গ্র্যাজুয়েট! কী ভাবে আবেদন করবেন

Published by:Raima Chakraborty
First published:

Tags: Government Job, Job alert, Job News