হোম /খবর /চাকরি ও শিক্ষা /
DAE Recruitment 2021: কর্মসংস্থান! সায়েন্টিফিক অফিসার নিয়োগ চলছে,বিস্তারিত জানুন

DAE Recruitment 2021: কর্মসংস্থান! সায়েন্টিফিক অফিসার নিয়োগ চলছে, শীঘ্রই বিস্তারিত জানুন

File Photo

File Photo

পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে OCES 2021 এবং DGFC 2021-এর মাধ্যমে।

  • Share this:

#DAE Recruitment 2021: সায়েন্টিফিক অফিসার নিয়োগ করবে ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জি (DAE)। ইঞ্জিনিয়ার স্নাতক এবং বিজ্ঞানে যাঁরা স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন তাঁরা ওই পদের জন্য আবেদন করতে পারবেন। পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে OCES 2021 এবং DGFC 2021-এর মাধ্যমে।

বার্ক (BARC) এর ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে। এবং আবেদন জমা দেওয়ার শেষ দিন ৯ অগস্ট ২০২১।

এক নজরে দেখে নেওয়া যাক পুরো বিজ্ঞাপনের গুরুত্বপূর্ণ অংশ!

নোটিফিকেশন- সায়েন্টিফিক অফিসার নিয়োগ

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ অগস্ট

সংস্থা- বার্ক (BARC)

শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, স্নাতকোত্তর

বিষয়- ইঞ্জিনিয়ারিং

ওই পদে আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখে নিন-

আবেদন জমা করার শুরুর দিন- ১২ জুলাই ২০২১

বার্কে (BARC)-এ রেজিস্ট্রেশন করার শেষ দিন ১২ জুলাই ২০২১

অনলাইন আবেদন করার শেষ দিন- ৯ অগস্ট ২০২১

অলাইন পরীক্ষার জন্য স্লট বুকিং - ২০ অগাস্ট থেকে ২৫ অগাস্ট ২০২১

BARC অনলাইন পরীক্ষা- ৫ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর ২০২১

শর্ট লিস্টেট প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২১

উত্তীর্ণ প্রার্থীদের জন্য স্লট বুকিং- ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০২১

ইন্টারভিউ ডেট- ৪ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২১

OCES ২০২১-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে চলতি বছরের নভেম্বরের শেষের দিকে।

সায়েন্টিফিক অফিসার নিয়োগ: বেতনক্রম

সায়েন্টিফিক অফিসার পদে যাঁদের নিয়োগ করা হবে তাঁদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন দেওয়া হবে। মূল বেতন হবে বেতন ৫৬ হাজার ১০০ টাকা।

বার্ক স্টাইপেন্ড

OCES এবং DGFS ফেলো হিসেবে যাঁরা যোগ দেবেন তাঁদের মাসিক ৫৫ হাজার টাকা করে ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড দেওয়া হবে। এবং একটি বিশেষ অনুদান দেওয়া হবে। যার অর্থমূল্য ১৮ হাজার টাকা। এই অনুদান একবারই দেওয়া হবে।

বয়সসীমা-

ওই পদগুলির জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের বয়সসীমা হতে হবে নিম্নরূপ-

জেনারেল ক্যাটাগরির জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৬ বছর

অনান্য অনগ্রসর শ্রেণির জন্য ২৯ বছর

তফসিলি জাতি ও উপজাতির জন্য ৩১ বছর।

যাঁরা আবেদন করবেন তাঁরা আগে ভালো করে নোটিফিকেশন পড়ে নিয়ে তার পর আবেদন করবেন। নোটিফিকেশন পড়ার জন্য ক্লিক করুন এই লিঙ্কে-http://www.barc.gov.in/careers/vacancy531.pdf

Published by:Swaralipi Dasgupta
First published: