#নয়াদিল্লি: দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (DSSSB) নিয়োগ প্রক্রিয়ার আবেদনের সময়কাল আজই শেষ হচ্ছে। ট্রেনড গ্র্যাজুয়েট টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার-সহ বিভিন্ন পদে আবেদনের তারিখ শেষ হতে আর কয়েক ঘণ্টা বাকি। ২৪ জুন মধ্যরাত পর্যন্ত সময় রয়েছে। যারা এখনও আবেদন করেননি তাঁদের তাড়াতাড়ি আবেদন করতে বলা হয়েছে। এর জন্য আগ্রহী প্রার্থীকে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট dsssb.delhi.gov.in-এ গিয়ে আবেদন জমা করতে বলা হয়েছে। এই পদগুলিতে মোট শূন্যপদ ৭,২৩৬টি।
ডিএসএসএসবি রিক্রুটমেন্ট ২০২১: বয়সসীমা
ট্রেনড গ্র্যাজুয়েট টিচার (TGT)- ৩২ বছরের নিচে
অ্যাসিস্ট্যান্ট টিচার (Assistant Teacher) নার্সারি/ প্রাইমারি - ৩০ বছরের নিচে
কাউন্সিলর/হেড ক্লার্ক (Counsellor/Head Clerk)- ২১ থেকে ২৭ বছরের মধ্যে
জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (LDC)- ১৮ থেকে ২৭ বছরের মধ্যে
পাটোয়ারী (Patwari)- ১৮ থেকে ২৭ বছরের মধ্যে
ডিএসএসএসবি রিক্রুটমেন্ট ২০২১: শূন্যপদ
ট্রেনড গ্র্যাজুয়েট টিচার - প্রাইমারি শিক্ষক পদে ৬৩৫৮ টি
অ্যাসিস্টেন্ট টিচার - নার্সারি পদে ৫৫৪ টি
জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট - ২৭৮ টি
কাউন্সিলর - ৫০ টি
হেড ক্লার্ক - ১২ টি
পাটোয়ারী - ১০ টি
ডিএসএসএসবি রিক্রুটমেন্ট ২০২১: যোগ্যতা
শিক্ষা: ট্রেনড গ্র্যাজুয়েট টিচার পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। টিচিং এডুকেশনে ডিপ্লোমা থাকতে হবে। CTET থাকতে হবে।
প্রাথমিকে অ্যাসিস্টেন্ট টিচার পদে আবেদনের জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। টিচিং এডুকেশনে ডিপ্লোমা থাকতে হবে। CTET থাকতে হবে।
নার্সারি অ্যাসিস্টেন্ট টিচার পদে আবেদনের জন্য NTT ট্রেনিং/ B.Ed ডিগ্রি সহ দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।
জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য ইংরাজিতে ৩৫ এবং হিন্দিতে ৩০ শব্দ এক মিনিটে টাইপিং স্পিড থাকার পাশাপাশি প্রার্থীকে দশম পাস হতে হবে।
কাউন্সিলর পদের জন্য প্রার্থীকে ফিজিওলজিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
হেড ক্লার্ক পদের জন্য কম্পিউটার শিক্ষায় দক্ষতার পাশাপাশি স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
পাটোয়ারী পদের জন্য যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
ডিএসএসএসবি রিক্রুটমেন্ট ২০২১: আবেদন ফি জেনারেল ক্যাটাগরির জন্য ১০০ টাকা করা হয়েছে। এক্ষেত্রে মহিলা, SC, ST, ও PwD প্রার্থীদের জন্য ছাড় দেওয়া হয়েছে।
ডিএসএসএসবি রিক্রুটমেন্ট ২০২১: কীভাবে আবেদন করবেন?
dsssb.delhi.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে, সমস্ত বিশদ দিতে হবে।রেজিস্ট্রেশন হয়ে গেলে লগ ইন করতে হবে, আবেদন ফর্মটি ফিলআপ করে আবেদন ফি জমা করতে হবে।সব হয়ে গেলে সাবমিট করতে হবে।ফর্মের একটি কপি ডাউনলোড করে একটি হার্ডকপি সঙ্গে রাখতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recruitment