হোম /খবর /চাকরি ও শিক্ষা /
দিল্লি জল বোর্ডে স্পেশ্যালিস্ট/কনসালট্যান্ট নিয়োগ, কীভাবে আবেদন করবেন?

Delhi Jal Board Recruitment 2021: দিল্লি জল বোর্ডে স্পেশ্যালিস্ট/কনসালট্যান্ট নিয়োগ, কীভাবে আবেদন করবেন?

Representational Image

Representational Image

দিল্লি জল বোর্ডে আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই ২০২১। ওই দিন বিকেল ৫টার মধ্যে আবেদন করা যাবে।

  • Share this:

Delhi Jal Board Recruitment 2021: বেশ কয়েকটি পদে নিয়োগ করবে দিল্লি জল বোর্ড (Delhi Jal Board)। তাঁদের মূলত কনসালট্যান্ট এবং স্পেশ্যালিস্ট পদে নিয়োগ করা হবে এবং দিল্লি জল বোর্ডের ইনোভেশন সেলে কাজ করতে হবে। প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে তাঁদের নিয়োগ করা হবে। পরবর্তীতে কর্মদক্ষতা দেখে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। আগ্রহী প্রার্থীরা সরাসরি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে সেটি হল http://delhijalboard.nic.in/

Delhi Jal Board রিক্রুটমেন্ট ২০২১: কত দিন পর্যন্ত আবেদন করা যাবে?

দিল্লি জল বোর্ডে আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই ২০২১। ওই দিন বিকেল ৫টার মধ্যে আবেদন করা যাবে।

Delhi Jal Board রিক্রুটমেন্ট ২০২১: মোট শূন্যপদ

মোট ১০টি শূন্যপদের জন্য নিয়োগ করবে দিল্লি জল বোর্ড। যে যে পদগুলির জন্য নিয়োগ করা হবে সেগুলি হল- কনট্রাক্ট স্পেশ্যালিস্ট (Contract Specialist), সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট অডিটিং স্পেশ্যালিস্ট (Safety and Environment Auditing Specialists), সিভিল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার (Structural Engineer), ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (Electrical/Mechanical Engineer), এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার (Environmental Engineer), সিনিয়র ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট (Senior Landscape Architect), গ্রাউন্ডওয়াটার এক্সপার্ট (Groundwater Expert) এবং আর্বান প্ল্যানার (Urban Planner)। মিডল লেভেল আর্কিটেকচারের জন্য দু'টি শূন্যপদ রয়েছে।

Delhi Jal Board রিক্রুটমেন্ট ২০২১: আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের তাঁদের আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন তা হল- Assistant Commissioner(T), Room No.215 Varunalaya phase- 2, Karol Bagh, New Delhi 110005।

অথবা নির্দিষ্ট ই-মেল আইডিতে আবেদনপত্র মেল করে পাঠাতে পারেন। যে মেল আইডিতে পাঠাতে হবে সেটি হল djbact1@gmail.com

Delhi Jal Board রিক্রুটমেন্ট ২০২১: শিক্ষাগত যোগ্যতা

স্নাতকোত্তর উত্তীর্ণরা ওই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

Delhi Jal Board রিক্রুটমেন্ট২০২১: বেতনক্রম

মিডল লেভেল আর্কিটেক্ট ছাড়া বাকি সমস্ত পদের বেতন ১ লাখ টাকা। এবং মিডল লেভেল আর্কিটেক্ট পদের জন্য বেতনক্রম ৬০ হাজার টাকা।

যাঁরা আবেদন করতে চান তাঁরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে পুরো নোটিফিকেশন পড়ে নেবেন। এবং তার পরেই আবেদন করবেন।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Delhi, Jobs