#কলকাতা: মোট ১০টি পদে নিয়োগ করবে সেন্ট্রাল লেদার রিসার্চ ইন্সটিটিউট (Central Leather Research Institute) বা CLRI। সায়েন্টিস্ট, সিনিয়র সায়েন্টিস্ট, সিনিয়র টেকনিক্যাল অফিসার এবং টেকনিক্যাল অফিসার পোস্টে নিয়োগ করা হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন। যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে সেই ওয়েবসাইটটি হল- https://www.clri.org/। আবেদনের শেষ দিন ৬ অগাস্ট ২০২১।
চামড়া নিয়ে পড়াশোনা, রিসার্চ, ট্রেনিং, টেস্টিং, ডিজাইনিং, ফোরকাস্টিং, প্ল্যানিং প্রতির জন্য এদেশে অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান প্রতিষ্ঠান CLRI। এটি ভারত সরকারের একটি সংস্থা।
CLRI রিক্রুটমেন্ট ২০২১ : কোন কোন পদে নিয়োগ করা হবে এবং শূন্যপদ কত?
সিনিয়র টেকনিক্যাল অফিসার (Senior Technical Officer)- শূন্যপদ ১টি
টেকনিক্যাল অফিসার (Technical Officer)- শূন্যপদ ১টি
সিনিয়র সায়েন্টিস্ট (Senior Scientist)- শূন্যপদ ৩টি
সায়েন্টিস্ট (Scientist)- শূন্যপদ ৫টি
মোট শূন্যপদ ১০টি
CLRI রিক্রুটমেন্ট ২০২১ : আবেদনকারীর যোগ্যতা
সিনিয়র টেকনিক্যাল অফিসার (মেল মেডিকেল অফিসার) পদের জন্য আবেদনকারীর এম বি বি এস (MBBS) ডিগ্রি থাকতে হবে। এবং অপর একটি সিনিয়র টেকনিক্যাল অফিসার পদের জন্য আবেদনকারীর মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA) ডিগ্রি থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা-
যাঁরা সিনিয়র টেকনিক্যাল পদের জন্য আবেদন করতে চান তাঁদের বয়সসীমা ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম-
সিনিয়র টেকনিক্যাল অফিসার পদের জন্য উত্তীর্ণ প্রার্থীদের পে লেভেল ১১ অনুযায়ী বেতন দেওয়া হবে। তাঁদের মূল বেতন হবে ৬৭ হাজার ৭০০ টাকা। এর সঙ্গে বাকি সমস্ত সুবিধা পাবেন।
শিক্ষাগত যোগ্যতা, বেতক্রম, বয়স প্রভৃতি বিস্তারিত জানার জন্য এই ওয়েবলিঙ্কে ক্লিক করুন-
https://www.clri.org/docs/2020/news/Advt%20No.2-2021.pdf
CLRI-এর তরফে জানানো হয়েছে ওই দশটি পদে যাঁদের নিয়োগ করা হবে তাঁদের প্রাথমিক ভাবে চেন্নাইয়ে পোস্টিং দেওয়া হবে। তবে প্রয়োজন হলে সফল প্রার্থীদের আহমেদাবাদ, জলন্ধর, কানপুর এবং কলকাতার রিজিওনাল সেন্টারে নিয়োগ করা হতে পারে।
কী ভাবে নিয়োগ করা হবে?
আবেদনকারীদের লিখিত পরীক্ষা অথবা সেমিনারে অংশগ্রহণ করতে হবে। তবে তার সঙ্গে উচ্চশিক্ষার নম্বর, কর্ম অভিজ্ঞতা এবং phD কাজের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
আবেদন করার আগে অবশ্যই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত নোটিফিকেশন পড়ে নিয়ে আবেদন করবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recruitment