আপনি কি হন্যে হয়ে চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। আপনাকে চাকরির সুযোগ করে দেবে এসসিবি (SCB)। ক্যান্টনমেন্ট বোর্ড (Cantonment board), সেকেন্দ্রাবাদ (Secunderabad) একাধিক পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী প্রার্থীরা http://www.canttboardrecruit.org/ ক্যান্টনমেন্ট বোর্ডের রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ ২১ অগাস্ট।
কোন কোন পদে নিয়োগ হবে?
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ক্যান্টনমেন্ট প্ল্যানার (Asst. Cantonment Planner) ৪, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল (Asst. Engineer Civil) ২, স্যানিটারি ইন্সপেক্টর (Sanitary Inspector) ১, অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল অফিসার (Asst. Medical Officer) ৫, ফার্মাসিস্ট(Pharmacist Alopathy) ২, নার্স (Nurse) ২, ল্যাব অ্যাসিস্ট্যান্ট (Lab Assistant) ১, ড্রেসার(Dresser) ১, ওয়ার্ড সার্ভেন্ট (Ward Servant) ২।
বয়সঃ আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
কীভাবে বাছাই হবে?
উপরোক্ত পদে নিয়োগের জন্য প্রার্থীদের পরীক্ষা দিতে হবে। মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে কম্পিউটারের মাধ্যমে। ড্রেসারের পদের জন্য একটি দক্ষতা পরীক্ষা হবে। পরীক্ষার জন্য প্রশ্নগুলি কেবল ইংরেজিতে সেট করা হবে। উপরোক্ত কোনও পোস্টের জন্য সাক্ষাৎকার নেওয়া হবে না। অনলাইন পরীক্ষার তারিখ, সময় এবং স্থান যথাসময়ে ওয়েবসাইট/পোর্টাল www.canttboardrecruit.org জানানো হবে।
কীভাবে আবেদন করবেন?
১) www.canttboardrecruit.org অফিশিয়াল ওয়েবসাইটটি দেখুন।
২) নতুন ব্যবহারকারী অপশনে ক্লিক করুন
৩) এরপর ক্যান্ট বোর্ডে ড্রপ-ডাউন বিকল্প থেকে সেকেন্দ্রাবাদ নির্বাচন করুন
৫) আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন সেটার ওপর ক্লিক করুন
৬) আপনার মোবাইল নম্বর লিখুন এবং ওটিপি পেতে ক্লিক করুন
৭) আপনি আপনার মোবাইলে ওটিপি পাবেন
৮) ওটিপি এবং বৈধতা কোড (ক্যাপচা) পূরণ করুন এবং জমা দিতে ক্লিক করুন
৯) আবেদন পত্র পূরণ করুন এবং একটি ছবি এবং স্বাক্ষর আপলোড করুন
১০) আবেদন শুল্ক দিতে হবে।
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন http://www.canttboardrecruit.org/at এই ওয়েবসাইটে।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job, Recruitment