#পটনা: বিহার পাবলিক সার্ভিস কমিশনের (BPSC) অধীনে ডিসট্রিক্ট পাবলিক রিলেশন অফিসার (DPRO) পদে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগেও এই পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এখন আবার করা হল। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে বলা হয়েছে। নিচে এই পদের শূন্যপদ, যোগ্যতা ও অন্যান্য বিশদ জানানো হল।
বিপিএসসি ডিপিআরও রিক্রুটমেন্ট ২০২১: শূন্যপদ
এই পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ৩১ টি। বিহার সরকারের নিয়ম অনুসারে ৩৫% শূন্যপদ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত।
UR ক্যাটাগরিতে ১০টি শূন্যপদ
EWS ক্যাটাগরিতে ৩টি শূন্যপদ
SC ক্যাটাগরিতে ৬টি শূন্যপদ
ST ক্যাটাগরিতে ১টি শূন্যপদ
EBC ক্যাটাগরিতে ৭টি শূন্যপদ
BC ক্যাটাগরিতে ৩ শূন্যপদ
BC Females ক্যাটাগরিতে ১টি শূন্যপদ
বিপিএসসি ডিপিআরও রিক্রুটমেন্ট ২০২১: গুরুত্বপূর্ণ তারিখ
এই পদে আবেদন করার শেষ তারিখ ৫ জুলাই ২০২১।
বিপিএসসি ডিপিআরও রিক্রুটমেন্ট ২০২১: নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ওরাল টেস্ট এবং ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে।
বিপিএসসি ডিপিআরও রিক্রুটমেন্ট ২০২১: আবেদন ফি
জেনারেল বা অসংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি ধার্য করা হয়েছে ৭০০ টাকা। SC/ST/PwD ও মহিলা প্রার্থীদের জন্য ২০০ টাকা ধার্য করা হয়েছে।
বিপিএসসি ডিপিআরও রিক্রুটমেন্ট ২০২১: যোগ্যতা
বিহার পাবলিক সার্ভিস কমিশনের পাবলিক রিলেশন অফিসার পদে আবেদন করার জন্য প্রার্থীকে দেশের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে ডিগ্রিধারী অথবা সমতুল্য বিষয়ে ডিগ্রিধারী হতে হবে।
বিপিএসসি ডিপিআরও রিক্রুটমেন্ট ২০২১: এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে ২১ বছর থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে। BC/ EBC ও UR Females ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৪০ বছর করা হয়েছে। এছাড়া SC/ ST ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৪২ বছর বয়সসীমা করা হয়েছে।
বিপিএসসি ডিপিআরও রিক্রুটমেন্ট ২০২১: বেতন
মনোনীত প্রার্থীদের বেতন হতে পারে ৯,৩০০ থেকে ৩৪,৮০০ টাকা।
বিপিএসসি ডিপিআরও রিক্রুটমেন্ট ২০২১: কীভাবে আবেদন করবেন?
স্টেপ-১ বিপিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। http://www.bpsc.bih.nic.in
স্টেপ-২ এরপর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে, সমস্ত বিশদ দিতে হবে।
স্টেপ-৩ রেজিস্ট্রেশন হয়ে গেলে লগ ইন করতে হবে, আবেদন ফর্মটি ফিলআপ করে আবেদন ফি জমা করতে হবে।
স্টেপ-৪ সব হয়ে গেলে সাবমিট করতে হবে।
ফর্মের একটি কপি ডাউনলোড করে একটি হার্ডকপি সঙ্গে রাখতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recruitment