হোম /খবর /চাকরি ও শিক্ষা /
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই পদে চাকরির সুযোগ ! আবেদন জানানোর শেষ তারিখ কবে ?

BOI Recruitment 2021: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই পদে চাকরির সুযোগ ! আবেদন জানানোর শেষ তারিখ কবে ?

File Photo

File Photo

ইচ্ছুক প্রার্থীরা ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট bankofindia.co.in-এ গিয়ে এ ব্যাপারে বিশদে জানতে পারবেন ৷

  • Last Updated :
  • Share this:

কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ৷ Bank of India-এ চাকরির সুযোগ তাদের জন্য ৷ ব্যাঙ্কের পক্ষ থেকে সাপোর্ট স্টাফের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ ইচ্ছুক প্রার্থীরা ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট bankofindia.co.in-এ গিয়ে এ ব্যাপারে বিশদে জানতে পারবেন ৷ আবেদনের জন্য শেষ তারিখ আগামী ৩১ অগাস্ট ২০২১ ৷ মোট ২১টি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে ৷ তাই আর দেরি কেন, এখনই আবেদন করুন ৷

RSETI Mainpuri, Rseti Kannauj, and RSETI Farrukhabad-এ কন্ট্র্যাকচুয়াল চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক ৷ গত ১৬ অগাস্ট, ২০২১ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া ৷ শেষ তারিখ ৩১ অগাস্ট ২০২১ ৷ তাই হাতে যে খুব বেশি সময় নেই, তা বলা বাহুল্য ৷

এই পদে আবদনের জন্য আবেদনকারীদের BSW/ BA/ B.Com ডিগ্রি এবং কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে ৷ ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪৫ বছরের প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারেন ৷ সবটাই নির্ভর করছে তাদের শারীরিক ক্ষমতার উপর ৷ চাকরির জন্য ইন্টারভিউয়ের পাশাপাশি লিখিত পরীক্ষাও নেওয়া হবে ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Recruitment