#বিহার: গ্রাম ডাক সেবক (GDS) পদের জন্য আগেই বিজ্ঞাপন প্রকাশ করেছিল ভারতীয় ডাক বিভাগের বিহার সার্কল (Indian Postal Department Bihar Circle)। এবার সেই পদের জন্য আবেদনপত্র গ্রহণের শেষ দিন পিছিয়ে দিল তারা। যে সব ইচ্ছুক প্রার্থী ওই পদের জন্য আবেদন করতে চান তাঁরা ১৪ জুলাই ২০২১ এর মধ্যে আবেদন করতে পারেন।
গ্রাম ডাক সেবক পদের জন্য যে শূন্যপদের বিজ্ঞাপন বেরিয়েছিল তার আবেদনের শেষ দিন ছিল ৩০ জুন ২০২১। কিন্তু এর পর ওই দিন পিছিয়ে চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত শেষ দিন করা হয়েছে।
চলতি বছরের ২৭ এপ্রিল এবিষয়ে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞাপনে জানানো হয়েছিল ১৯৪০ জন গ্রাম ডাক সেবক নিয়োগ করা হবে। সেই বিজ্ঞাপনের ভিত্তিতে শূন্যপদ পূরণে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে।
বয়সসীমা-
গ্রাম ডাক সেবক পদের জন্য আবেদনকারীদের বয়সসীমা ২৭.৪.২০২১ পর্যন্ত কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। তবে বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক কোন শ্রেণীর জন্য কত বছরের ছাড় দেওয়া হচ্ছে-
তফসিলি জাতি ও তফসিলি উপজাতির (Scheduled Caste/Scheduled Tribe) জন্য ৫ বছরের ছাড়
অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া (Economically Weaker Sections) শ্রেণীর জন্য কোনও ছাড় নেই
অন্য পিছিয়ে পড়া (Other Backward Classes) শ্রেণীর জন্য ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে।
শারীরিক ভাবে অক্ষমদের (Persons with Disabilities) জন্য ১০ বছরের ছাড় রয়েছে।
অন্য পিছিয়ে পড়া শ্রেণীর কেউ শারীরিক ভাবে প্রতিবন্ধী হলে তাঁর ক্ষেত্রে ১৩ বছরের ছাড় দেওয়া হবে।
তফসিলি জাতি ও উপজাতির কেউ শারীরিক প্রতিবন্ধী হলে তাঁর ক্ষেত্রে ১৫ বছরের ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা-
দশম শ্রেণীর উত্তীর্ণরা ওই পদের জন্য আবেদন করতে পারেন। তবে প্রত্যেক আবেদনকারীকে অঙ্ক, স্থানীয় ভাষা এবং ইংরাজি ভাষা জানতে হবে। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার স্বীকৃত কোনও স্কুল থেকে পাস করে থাকতে হবে।
তবে আবেদনকারী যে এলাকার জন্য আবেদন করবেন সেই এলাকার স্থানীয় ভাষা জানতেই হবে।
যাঁরা আবেদন করবেন তাঁদের কাছে অনুরোধ, আবেদনের আগে অনুগ্রহ করে পুরো নোটিফিকেশন পড়ে নিয়ে তার পর আবেদন করবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bihar, Employment