হোম /খবর /চাকরি ও শিক্ষা /
ক্লাস এইট পাস, ব্যাঙ্কের ‘এই’ চাকরির সুযোগ আপনার সামনে. জানুন সব তথ্য

Bank of India Recruitment 2021: ক্লাস এইট পাস, ব্যাঙ্কের ‘এই’ চাকরির সুযোগ আপনার সামনে, জানুন সব তথ্য

bank of india to recruit supporting staff for different zones - Photo Representative

bank of india to recruit supporting staff for different zones - Photo Representative

RSETI খণ্ডওয়া, বুরহানপুর ও খারগোনের জন্য স্টাফ নিয়োগ করছে Bank of India, প্রার্থীদের পাঠানো আবেন নির্দিষ্ট স্থানে ৮ সেপ্টেম্বর বিকেল ৪টের আগে পৌঁছে যেতে হবে।

  • Share this:

#নয়াদিল্লি: আস্তে আস্তে চাকরির বাজার ফের উর্ধ্বগামী হচ্ছে। বহুক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে। এবার Bank of India নিয়োগের কথা ঘোষণা করল। RSETI খণ্ডওয়া, বুরহানপুর ও খারগোনের জন্য সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৮টি। ফ্যাকালটি মেম্বার, অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাটেন্ডেন্ট, ওয়াচম্যান কাম গার্ডেনার পদগুলির জন্য নিয়োগ প্রক্রিয়া চালানো হবে। প্রার্থীদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৮ সেপ্টেম্বর করা হয়েছে। তাই প্রার্থীদের পাঠানো আবেন নির্দিষ্ট স্থানে ৮ সেপ্টেম্বর বিকেল ৪টের আগে পৌঁছে যেতে হবে। ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়েছে, আবেদনকারীদের RSETI জেলাগুলির বাসিন্দা হতে হবে। নির্বাচিত প্রার্থীদের সঙ্গে ২ বছরের চুক্তি থাকবে। ভবিষ্যতে এই চুক্তির সময়সীমা ব্যাঙ্কের পলিসি ও নিয়মের ওপরে ভিত্তি করে বাড়ানো হতে পারে। তবে চুক্তি সংক্রান্ত বিষয় প্রার্থীদের আগে থেকে জানিয়ে দেওয়া হবে।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২১: শূন্যপদ

ফ্যাকালটি: খণ্ডওয়াতে ১টি পদ

অফিস অ্যাসিস্ট্যান্ট: খণ্ডওয়াতে ২টি পদ

অফিস অ্যাটেডেন্ট: খণ্ডওয়াতে ১টি পদ

ওয়াচম্যান কাম গার্ডেনার: খণ্ডওয়াতে ২টি পদ

অফিস অ্যাসিস্ট্যান্ট: খারগোনে ২টি পদ

অফিস অ্যাটেডেন্ট: খারগোনে ২টি পদ

ওয়াচম্যান কাম গার্ডেনার: খারগোনে ২টি পদ

ফ্যাকালটি: বুরহানপুরে ২টি পদ

অফিস অ্যাসিস্ট্যান্ট: বুরহানপুরে ২টি পদ

অফিস অ্যাটেডেন্ট: বুরহানপুরে ১টি পদ

ওয়াচম্যান কাম গার্ডেনার: বুরহানপুরে ২টি পদ

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২১: যোগ্যতা

প্রার্থীদের যে কোনও বিষয়ে, স্বীকৃত স্কুল বা বিশ্ববিদ্যালয় থেকে, পদ অনুযায়ী অষ্টম শ্রেণী পাশ ও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও ভোকেশনাল কোর্সে উত্তীর্ণ হলে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গিয়েছে। চাকরি প্রার্থীদের কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের নিজের আঞ্চলিক ভাষায় জ্ঞান এবং ইংরেজি ও হিন্দি ভাষায় জ্ঞান থাকতে হবে। MS Office (Word, Excel এবং Powerpoint) সম্পর্কে জ্ঞান থাকতে হবে। হিন্দি ও ইংরেজিতে টাইপিং স্পিড ভালো থাকলে অগ্রাধিকার মিলবে।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২১: বয়সসীমা

প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২৫ ও সর্বোচ্চ বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২১: বেতন

প্রার্থীদের প্রতি মাসে বেতন হবে ৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২১: কীভাবে আবেদন করবেন

ইচ্ছুক প্রার্থীদের আবেদন জমা করতে হবে এই ঠিকানায় the Zonal Manager, Bank of India, Khandwa Zonal Office, P.D. Makhanlal Chaturvedi Marg, Anand Nagar, Khandwa - 450001৷ 

Published by:Debalina Datta
First published:

Tags: Job, Vacancy