#নয়াদিল্লি: সম্প্রতি ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের (Indo Tibetan Border Police Force) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ITBP Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৭ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
ITBP Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২৪৮টি পদ রয়েছে বলে জানানো হয়েছে। হেড কনস্টেবল (কমব্যাটেন্ট মিনিস্ট্রিয়াল) পুরুষ- ১৩৫টি পদ হেড কনস্টেবল (কমব্যাটেন্ট মিনিস্ট্রিয়াল) মহিলা- ২৩টি পদ হেড কনস্টেবল (কমব্যাটেন্ট মিনিস্ট্রিয়াল) এলডিসিই- ৯০টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স (Indo Tibetan Border Police Force)
পদের নাম | হেড কনস্টেবল |
শূন্যপদের সংখ্যা | ২৪৮ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু তারিখ | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৭.০৭.২০২২ |
ITBP Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দশম বা দ্বাদশ শ্রেণী বা সমমানের (১০+২ পরীক্ষা পদ্ধতিতে) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্কিল টেস্ট- কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫টি শব্দ ও হিন্দিতে ৩০টি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে।
ITBP Recruitment 2022: বয়সসীমা
১ জানুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
ITBP Recruitment 2022: আবেদন ফি
১০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে এবং এসসি/এসটি ও মহিলা প্রার্থীদের আবেদন ফি দেওয়ার প্রয়োজন নেই।
ITBP Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
পিইটি/ পিএসটি টেস্ট, লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ডকুমেনটেশন ও মেডিক্যাল টেস্ট
ITBP Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে https://recruitment.itbpolice.nic.in/ যেতে হবে হোমপেজে নির্দিষ্ট লিঙ্ক ক্লিক করে ' New User Registration' লিঙ্কে ক্লিক করতে হবে প্রয়োজনীয় তথ্য সহ রেজিস্ট্রেশন করতে হবে আবেদনপত্রটি পূরণ করে ডকুমেন্ট সহ জমা দিতে হবে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট আউট করিয়ে নিতে পারেন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News 2022