#নয়াদিল্লি: জজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ (Judge Advocate General Branch) পদের জন্য ইচ্ছুক ব্যক্তিদের আবেদনের অনুরোধ জানাচ্ছে ইন্ডিয়ান আর্মি (Indian Army)। জানা গিয়েছে যে এক্ষেত্রে ৮টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ৬টি নির্দিষ্ট করা হয়েছে পুরুষ প্রার্থীর জন্য, ২টি সীমাবদ্ধ রাখা হয়েছে মহিলা প্রার্থীর জন্য। ল' গ্র্যাজুয়েট যে কোনও ব্যক্তি নির্দিষ্ট শর্তসাপেক্ষে এই পদের জন্য আবেদন করতে পারবেন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in মারফত চলতি বছরের ৪ জুন পর্যন্ত।
আবেদন করার যোগ্যতা: ১. বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (Bar Council of India) অধীনে থাকা সুপ্রতিষ্ঠিত কোনও ল' কলেজ থেকে ৫৫ শতাংশ নম্বর যুক্ত LLB ডিগ্রি থাকা প্রয়োজন। এক্ষেত্রে স্নাতক ডিগ্রির পরে তিন বছরের পেশাদারি অভিজ্ঞতা বা ১০+২ পরীক্ষার পর পাঁচ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকাও প্রয়োজন। ২. প্রার্থীদের বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অধীনে রেজিস্ট্রেশনের উপযুক্ত হতে হবে। ৩. প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
অনলাইনে কী ভাবে আবেদন করতে হবে: ১. সবার প্রথমে যেতে হবে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in-এ। ২. হোমপেইজের ‘Officer Entry Apply/Login’ অপশনে ক্লিক করতে হবে। ৩. ‘Registration’ লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিল আপ করতে হবে। ৪. পরের ধাপে ফর্ম ফিল আপ করে ড্যাশবোর্ডের মধ্যে থাকা ‘Apply Online’ অপশনে ক্লিক করতে হবে। ৫. ‘Officers Selection - ‘Eligibility’ নামে এক নতুন পেইজ খুলে যাবে, সেখান থেকে ‘Apply’ অপশনে ক্লিক করতে হবে। ৬. ‘Application Form’ নামে এক নতুন পেইজ খুলে যাবে, সেখান থেকে ‘Continue’ অপশনে ক্লিক করতে হবে। ৭. সব তথ্য ভালো করে মিলিয়ে নিয়ে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। ৮. ফর্ম সেভ করে ডাউনলোড করতে হবে এবং ভবিষ্যতের প্রয়োজনে একটা প্রিন্ট আউট নিয়ে রাখা উচিত হবে।
প্রার্থী বাছাই করার পদ্ধতি: দু'টি পর্যায় জুড়ে প্রার্থী বাছাই করা হবে। দ্বিতীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের মেডিক্যাল একজামিনেশন হবে। সেখানে শারীরিক সুস্থতার মাপকাঠিতে উত্তীর্ণ হলে ট্রেনিংয়ের জন্য জয়েনিং লেটার দেওয়া হবে।
ট্রেনিংয়ের মেয়াদ এবং বেতন প্রার্থীদের ৬ মাসের প্রবেশন পিরিয়ডে থাকতে হবে। পদ অনুসারে প্রতি মাসে বেতন হবে ৫৬,১০০ টাকা থেকে শুরু করে ২,১৮,২০০ টাকা পর্যন্ত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Army