#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান এয়ার ফোর্সের (Indian Air Force) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান এয়ার ফোর্সের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Indian Air Force LDC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের ২০ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন, অফলাইন দু’ভাবেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
Indian Air Force LDC Recruitment 2022: শূন্যপদের বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৪টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
Indian Air Force LDC Recruitment 2022: আবেদন পদ্ধতি প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, “Presiding Officer, Civilian Recruitment Board, Air Force Record Office, Subroto Park, New Delhi-110010” । সম্পূর্ণ নোটিশ লিঙ্ক- http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_1_2223b.pdfএক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইন্ডিয়ান এয়ার ফোর্স (Indian Air Force)
পদের নাম | লোয়ার ডিভিশন ক্লার্ক |
শূন্যপদের সংখ্যা | ৪ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | সরকারি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা ও অন্যান্য |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন ও অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২০.০৬.২০২২ |
Indian Air Force LDC Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপিংয়ের দক্ষতা এবং হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে।
Indian Air Force LDC Recruitment 2022: বয়সসীমা
জেনারেল ক্যাটাগরি: ১৮-২৫ বছর ওবিসি: ১৮- ২৮ বছর এসসি/এসটি: ১৮– ৩০ বছর
Indian Air Force LDC Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে লিখিত পরীক্ষা নেওয়া হবে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড, জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস ইত্যাদি বিষয় থেকে প্রশ্নপত্র থাকবে। প্রশ্নপত্র ইংরেজি ও হিন্দি ভাষায় দেওয়া থাকবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News 2022