#জম্মু: সম্প্রতি জম্মুর ইন্ডিয়ান ইনস্টিটিউ অফ ম্যানেজমেন্টের (Indian Institute of Management) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে নন-ফ্যাকাল্টি (Non Faculty) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা জম্মুর IIM-এর অফিসিয়াল ওয়েবসাইটে iimj.ac.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৪ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ভারতীয় রেলে নিয়োগ চলছে, কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত...
বিশেষ ঘোষণা:
যে সকল প্রার্থীরা একটির অধিক পদের জন্য আবেদন করতে চান তাদের আলাদা ভাবে প্রতিটি পদে জন্য আবেদন করতে হবে।
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
ওয়েব ডিজাইনার | ১ |
অ্যাকাউন্টেন্ট | ১ |
জুনিয়র ইঞ্জিনিয়ার | ১ |
অফিস অ্যাসিস্ট্যান্ট | ১ |
হোস্টেল সুপারভাইজার (মহিলা) | ১ |
লোয়ার ডিভিশন ক্লার্ক | ১ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান ইনস্টিটিউ অফ ম্যানেজমেন্ট, জম্মু (IIM) |
পদের নাম | ওয়েব ডিজাইনার, জুনিয়র ইঞ্জিনিয়ার, অফিস অ্যাসিস্ট্যান্ট, হোস্টেল সুপারভাইজার (মহিলা), লোয়ার ডিভিশন ক্লার্ক |
শূন্যপদের সংখ্যা | ৬ |
কাজের স্থান | জম্মু |
কাজের ধরন | স্থায়ী কাজ |
নির্বাচন পদ্ধতি | প্রয়োজন অনুসারে |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ১৪.১১.২০২১ |
আবেদনের যোগ্যতা:
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা বয়সসীমা, আবেদনের যোগ্যতা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি https://www.iimj.ac.in/web-advertisement-non-faculty-positions-4 ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: ৭৫ স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ! কী ভাবে আবেদন করবেন?
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের নির্বাচনের জন্য প্রয়োজন অনুসারে লিখিত পরীক্ষা/ ইন্টারভিউ বা স্কিল টেস্ট নেওয়া হতে পারে।
আবেদন ফি:
প্রার্থীদের অনলাইনে আবেদন ফি জমা করতে হবে। সে ক্ষেত্রে জেনারেল প্রার্থীদের জন্য ৫৯০ টকা আবেদন ফি ধার্য করা হয়েছে, অন্য দিকে তফসিলি জাতি ও উপজাতি এবং DAP বর্গের প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News, Recruitment 2021