#নয়াদিল্লি:সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, (ICAR) – ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, (IARI)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ICAR IARI-এর ওয়েবসাইট iari.res.in-এ গিয়ে খোঁজ নিতে পারেন।
ICAR IARI Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৭ মে থেকে। আবেদনের শেষ দিন ১ জুন ২০২২। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
দু’টি ক্ষেত্রেই প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
দু’টি ক্ষেত্রেই প্রার্থীর বয়স হতে হবে ১ জুন ২০২২ তারিখের মধ্যে ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে সরকারি রীতি মেনে ছাড় রয়েছে। শূন্যপদের জাতিগত সংরক্ষণের বিষয়ে বিশদ তথ্য রয়েছে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট iari.res.in-এ। Recruitment Cell Tab-এ গিয়ে খোঁজ করলেই সমস্ত তথ্য পাওয়া যাবে।