#নয়াদিল্লি: সম্প্রতি ইন্টেলিজেন্স ব্যুরোর (Intelligence Bureau) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড-II/ টেকনিক্যাল পদে নিয়োগের আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
IB ACIO Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৭ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
IB ACIO Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি- ৫৬টি পদ ইউআর- ৩০, ইডব্লুএস- ৬, ওবিসি- ৬, এসসি- ৮, এসটি- ৬ ইলেক্ট্রনিক্স এবং কমিউনিকেশন- ৯৪ ইউআর- ৫০, ইডব্লুএস- ৯, ওবিসি- ৯, এসসি- ১৬, এসটি- ১০
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau)
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টালিজেন্স অফিসার গ্রেড-II/টেকনিক্যাল |
শূন্যপদের সংখ্যা | ১৫০ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | সরকারি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | গেট ২০২২ বা ২০২১ সালের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৭.০৫.২০২২ |
IB ACIO Recruitment 2022: বয়সসীমা
প্রার্থীদের আবেদনের বয়স নূন্যতম ১৮ বছর এবং ৭ মে, ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
IB ACIO Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের গেট ২০২২ বা ২০২১ সালের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া অন্যান্য বিষয়ে জানতে প্রার্থীরা বিশদ বিবরণ দেখতে পারেন।
IB ACIO Recruitment 2022: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি, ওবিসি, ইডব্লিউএস বিভাগের পুরুষ প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা ধার্য করা হয়েছে। অন্য দিকে এসসি, এসটি, মহিলা প্রার্থী এবং প্রাক্তন চাকরিজীবীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
প্রার্থীরা সরাসরি আবেদন করতে চাইলে এখানে প্রদত্ত লিঙ্কের https://mharecruitment.in/ সাহায্যে আবেদন করতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News 2022