#নয়াদিল্লি:সম্প্রতি হেড কোয়ার্টার ওয়েস্টার্ন কমান্ডের (HQ Western Command) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গ্রুপ সি পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা হেড কোয়ার্টার ওয়েস্টার্ন কমান্ডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
HQ Western Command Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। গত ১৪ মে এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে। অফলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
HQ Western Command Recruitment 2022: শূন্যপদের বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৬৫টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
বার্বার- ২টি পদ
চৌকিদার- ১১টি পদ
কুক- ৪টি পদ
স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট- ১টি পদ
ট্রেডসম্যান মেট- ৮টি পদ
ওয়াশারম্যান- ১২টি পদ
সাফাইওয়ালা- ২৭টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:সংস্থা: হেড কোয়ার্টার ওয়েস্টার্ন কমান্ড (HQ Western Command)
পদের নাম
গ্রুপ সি
শূন্যপদের সংখ্যা
৬৫
কাজের স্থান
জলন্ধর
কাজের ধরন
কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা
আবেদন শুরু
চলছে
শিক্ষাগত যোগ্যতা
বিশদ দেখুন
বেতনক্রম
বিশদ দেখুন
আবেদন পদ্ধতি
অফলাইন
আবেদনের শেষ তারিখ
বিজ্ঞাপন প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে
HQ Western Command Recruitment 2022: বয়সসীমা
উল্লিখিত পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
HQ Western Command Recruitment 2022: আবেদন ফি
প্রার্থীদের সেলফ-অ্যাড্রেসড এনভেলাপ এবং ১০০ টাকার পোস্টাল অর্ডার পাঠাতে হবে। এরই সঙ্গে প্রার্থীদের দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এমএইচ জলন্ধর ক্যান্টনমেন্ট ঠিকানায় পোস্ট করতে হবে।
HQ Western Command Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। হিন্দি এবং ইংরেজি ভাষায় পরীক্ষা নেওয়া হবে। ডিগ্রি মানের প্রশ্নপত্র দেওয়া হবে। কুক, ট্রেডসম্যান মেট, ওয়াশারম্যান এবং সাফাইওয়ালা ইত্যাদি পদের জন্য দশম শ্রেণীর মানের প্রশ্নপত্র থাকবে।
HQ Western Command Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের আবেদনপত্র রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Commandant, Military Hospital Jalandhar Cantt., Pin 144055’।
Published by:Rukmini Mazumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।