হোম /খবর /শিক্ষা /
আসন্ন মাধ্যমিক, জেনে নিন কীভাবে ছোট্ট করে বাংলার ৩ নম্বরের প্রশ্নের উত্তর লিখবেন

Madhyamik 2023|| আসন্ন মাধ্যমিক, জেনে নিন কীভাবে ছোট্ট করে বাংলার ৩ নম্বরের প্রশ্নের উত্তর লিখবেন

X
প্রতি [object Object]

Madhyamik 2023| মাধ্যমিক ২০২৩-এর বাংলার ৩ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে গিয়ে হিমশিম খাবে অনেকেই। কী ভাবে সহজেই প্রশ্নের উত্তর লিখবেন, জানুন।

  • Share this:

বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জিলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জিলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতি ছাত্ররা তাঁদেরই একজন বাংলা বিভাগের শিক্ষক অমল আচার্য্য বাবু। তাঁর থেকে জেনে নিন ঠিক কী ভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে ৩ নম্বরের প্রশ্ন।

বেছে নেওয়া যাক একটা ৩ নম্বরের প্রশ্ন। "আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন " তার বলতে কার কথা বলা হয়েছে? দুঃখের দিন কেন বলা হয়েছে? এই প্রশ্নটিতে দুটো অংশ রয়েছে । প্রথম প্রশ্নটি অর্থাৎ "তার বলতে কার কথা বলা হয়েছে?" একটি শর্ট কোয়েশ্চন এবং মান ১। আর দ্বিতীয় প্রশ্নটি অর্থাৎ "দুঃখের দিন কেন বলা হয়েছে?" এই প্রশ্নটি একটি এক্সপ্লানেটরি কোয়েশ্চন যার মান ২।

আরও পড়ুনঃ সারা জীবনের কাজে স্বীকৃতি পেলেন প্রীতিকণা গোস্বামী! নকশী কাঁথায় গাঁথা হল 'পদ্মশ্রী'

প্রথমেই আসা যাক শর্ট পার্টটাতে। এই অংশের উত্তরটি হবে ছোট্ট এবং টু দি পয়েন্ট। যেমন, জ্ঞানচক্ষু গল্পে এখানে প্রধান চরিত্র তপনের কথা বলা হয়েছে। দ্বিতীয় যে ২ নম্বরের এক্সপ্লানেটরি প্রশ্ন রয়েছে সেটার উত্তর লেখার সময় একদম নির্যাসটুকু লিখতে হবে। যেমন, তপন ভেবেছিল সমস্ত বড় বড় লেখকের সঙ্গে তার লেখা সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে সুতরাং তার আনন্দিত হওয়ার কথা আনন্দের জায়গায় নেমে এল দুঃখের অমানিশা কারণ তার লেখাটা মূল্যায়নের নাম করে তপনের মেসোমশাই আদ্যোপান্ত বদলে দিয়েছেন তাই তপনের মনে হয়েছে তার স্বতন্ত্র আঘাতপ্রাপ্ত হয়েছে। সেই কারণে আনন্দের জায়গায় নেমে এসেছে দুঃখের অমানিশা।

বিশেষ দ্রষ্টব্য:

১) শর্ট প্রশ্নটির উত্তর একদম ছোট্ট এবং টু দি পয়েন্ট হবে।

২) প্রশ্নে উল্লেখিত উদ্ধৃতিটি ব্যবহার করে উত্তর লিখতে হবে।

৩) তিন নম্বরের প্রশ্নের এক্সপ্লানেটারি পার্ট এর উত্তর লেখার সময় প্রশ্নটি বুঝে তার নির্যাসটুকু লিখতে হবে।

৪) তিন নম্বরে প্রশ্নের দুটি অংশের উত্তর লেখার সময় প্যারা করে উত্তর লিখতে হবে।

Nilanjan Banerjee

Published by:Shubhagata Dey
First published:

Tags: Madhyamik 2023