হোম /খবর /শিক্ষা /
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ের উপরে শেষ মুহূর্তের টিপস

Higher Secondary Suggestion 2023: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ের উপরে শেষ মুহূর্তের টিপস

X
উচ্চ [object Object]

Higher Secondary Suggestion 2023: শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ উচ্চ মাধ্যমিক ইংরেজি সাজেশন দেবেন অভিজ্ঞ শিক্ষক রনজিৎ মন্ডল মহাশয়।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

দক্ষিণ ২৪ পরগনা: সবেমাত্র শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা আর তারপরেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর আজ উচ্চ মাধ্যমিক ইংরেজি সাজেশন দেবেন অভিজ্ঞ শিক্ষক রনজিৎ মন্ডল মহাশয়।তিনি বলেন বিগত  কয়েক বছরের ইংরেজি প্রশ্নপত্র অনুকরণ করে এই সাজেশনটি তিনি করেছেন। পাশাপাশি সামনে উচ্চ মাধ্যমিক ২০২৩ পরীক্ষার্থীদের ভীষণভাবে সাহায্য করবে বলে তিনি মনে করেন।

আরও পড়ুনঃ ঠিক কোন কোন ক্ষেত্রে টি আর এন এ স্পেসিফিক? উচ্চ মাধ্য়মিকে কীভাবে গুছিয়ে লিখবেন, জেনে নিন

পরীক্ষার প্রস্তুতির জন্য এই ইংরেজি সাজেশন  উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের গুরুত্ব দিয়ে দেখার জন্য তিনি বলেন। এবং তিনি আরও বলেন প্রতিদিন বাড়িতে বসে বিগত কয়েক বছরের পুরানো প্রশ্নপত্র গুরুত্ব দিয়ে অনুশীলন করতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভয়কে দূরে সরিয়ে রেখে মনে সাহস নিয়ে পরীক্ষাতে বসতে হবে। এবং যতটা লিখবেন ততটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে।

সুমন সাহা

Published by:Salmali Das
First published:

Tags: Higher Secondary 2023