#সুকান্ত চক্রবর্তী, ঘাটাল: বেলা একটার সময় স্কুলের গেট তালাবন্ধ৷ ভিতরে ছাত্রছাত্রীদের কোলাহলও নেই৷ বিষয়টি দেখেই সন্দেহ হয়েছিল মহকুমা শাসকের৷ খোঁজখবর নিয়ে শেষ পর্যন্ত যা জানলেন, তাতে রীতিমতো তাজ্জব বনে গেলেন তিনিও৷
মাঝেমধ্যে একাধিক স্কুলের বিরুদ্ধে আসছিল অভিযোগের, তা খতিয়ে দেখতে স্কুল পরিদর্শনে বেরিয়েছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ পৌঁছে যান খড়ার রামকৃষ্ণ জয় কৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের সামনে। কিন্তু স্কুলে ঢুকতে গিয়েই মহকুমা শাসক দেখেন, মূল ফটকেই তালা ঝুলছে৷
আরও পড়ুন: এক নয়, স্কুলের একাধিক ছোট-ছোট ছাত্রীর সঙ্গে এ কী করলেন শিক্ষক! ক্ষোভে ফুঁসছে কুলতলি
সন্দেহ হওয়ায় তালাবন্ধ স্কুলের ছবি প্রথমে মোবাইল বন্দি করেন মহকুমা শাসক৷ এর পর স্কুল পরিদর্শককে বিষয়টি জানান তিনি৷ মহকুমা শাসক এসেছেন, এই খবর পেয়ে দীর্ঘক্ষণ বাদে স্কুলের এক শিক্ষিকা সেখানে পৌঁছন৷ রিমা ঘোষ নামে ওই শিক্ষিকা এর পর যা জানালেন, তা শুনে থ মহকুমা শাসক৷
আরও পড়ুন: শ্বাসকষ্ট, শরীরে অস্বস্তি, বমিভাব... ক্লাস চলাকালীনই 'অজানা' অসুখে কাহিল বিষ্ণুপুরের ১০ পড়ুয়া
ওই শিক্ষিকা জানান, স্কুলের প্রধান শিক্ষক ব্যাঙ্কের কাজে গিয়েছেন৷ তিনি গিেয়ছিলেন টিফিন করতে৷ স্কুলে যেহেতু এই দু' জন বাদে আর কোনও শিক্ষক- শিক্ষিকা নেই, তাই ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেওয়া হয়৷
গোটা ঘটনা শুনে যারপরনাই ক্ষুব্ধ হন মহকুমা শাসক সুমন বিশ্বাস৷ স্কুল পরিদর্শকের কাছ থেকে বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছেন তিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ghatal, Paschim Medinipore