#নয়াদিল্লি: সম্প্রতি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের (Employees State Insurance Corporation) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সোশ্যাল সিকিউরিটি অফিসার/ ম্যানেজার Gr-II/ সুপারিনটেনডেন্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ESIC SSO Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ১২ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
ESIC SSO Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৯৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন (Employees State Insurance Corporation)
পদের নাম | সোশ্যাল সিকিউরিটি অফিসার/ ম্যানেজার Gr-II/ সুপারিনটেনডেন্ট |
শূন্যপদের সংখ্যা | ৯৩ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা ও অন্যান্য |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ১২.০৪.২০২২ |
ESIC SSO Recruitment 2022: বেতন স্কেল
৭ম কেন্দ্রীয় পে কমিশন অনুযায়ী ৭ম স্তরের পে-স্কেল প্রযোজ্য হবে। সেই অনুযায়ী, ESIC SSO-এর বেতন ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত হবে৷
ESIC SSO Recruitment 2022: আবেদন ফি
অসংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য আবেদনের ফি ৭৫০ টাকা, আর সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য আবেদনের ফি ২০০ টাকা। OBC/PwD/EWS ক্যাটাগরির জন্য ২০০ টাকা , শারীরিকভাবে প্রতিবন্ধী বা প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদনের ফিও ২০০ টাকা।
ESIC SSO Recruitment 2022: প্রয়োজনীয় নথি
ESIC SSO পরীক্ষা 2022-এর জন্য আবেদন করার সময় প্রার্থীদের স্ক্যান করা ফরম্যাটে নিম্নলিখিত নথি জমা দিতে হবে। ফটো সিগনেচার বাম হাতের বুড়ো আঙুলের ছাপ হাতে লেখা ডিক্লারেশন এডুকেশনাল সার্টিফিকেট প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নথির আকার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ পেয়ে যাবেন
ESIC SSO Recruitment 2022: পরীক্ষার প্যাটার্ন
নির্বাচন পদ্ধতির তিনটি পর্যায়ের (প্রিলিমিনারি পরীক্ষা, মেইন ও কম্পিউটার স্কিল টেস্ট) মাধ্যমে সম্পন্ন করা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News 2022