#নয়াদিল্লি: সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হেড ফ্যাকাল্টি (Faculty) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
সংক্ষিপ্ত তালিকার জন্য এই বিজ্ঞাপনের সাথে সংযুক্ত স্ক্রিনিং নির্দেশিকা অনুসারে প্রাপ্ত আবেদনপত্রগুলির স্ক্রিন করা হবে এবং আবেদনকারীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। শূন্যপদের বিশদ বিবরণ, যোগ্যতা এবং অন্যান্য বিবরণ নিচে দেওয়া হল।
আরও পড়ুন: বড় অঙ্কের বেতন! লিখিত পরীক্ষা ছাড়াই এয়ারফোর্সে চাকরির সুযোগ! আজই আবেদন করুন...
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৬৩৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
প্রফেসর- ১৮৬টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর- ৪৪৯টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University) |
পদের নাম | প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর |
শূন্যপদের সংখ্যা | ৬৩৫ |
কাজের স্থান | নয়াদিল্লি |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ০৭.০২.২০২২ |
আবেদনের যোগ্যতা:
যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির মাধ্যমে http://www.du.ac.in/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3680&cntnt01returnid=219 এবং http://www.du.ac.in/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3683&cntnt01returnid=219 জানতে পারেন।
আরও পড়ুন: কোলফিল্ডস লিমিটেডের অধীনে বিপুল পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
আবেদন ফি:
অসংরক্ষিত, OBC এবং EWS বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে ২০০০ টাকা দিতে হবে, অন্য দিকে SC/ST/PWBD বিভাগের প্রার্থীদের কোনও প্রকার আবেদন ফি দিতে হবে না। আরও সম্পর্কিত বিশদ বিবরণের জন্য প্রার্থীরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সাইট চেক করতে পারেন।
অনলাইনে আবেদনের পূর্বে প্রার্থীদের অফিসিয়াল নোটিশটি ভাল করে পড়ে তারপর আবেদন করতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের জন্য আবেদনপত্রটি সংরক্ষণ করে রাখতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News