#নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাজধানী কলেজ (Rajdhani College) সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে একাধিক বিভাগে সহকারr অধ্যাপক নিয়োগ করা হবে। রসায়ন, কমার্স এবং ইকোনমিকস সহ একাধিক বিষয়ের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা রাজধানী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
নিয়োগের বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ২১..০৫.২০২২ পর্যন্ত চলবে। প্রার্থীরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.du.ac.in বা রাজধানী কলেজের ওয়েবসাইট rajdhanicollege.ac.in থেকে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: মোটা অঙ্কের বেতন! পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ, জেনে নিন যোগ্যতা...
শূন্যপদের বিবরণ:
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে মোট ৯০টি শূন্যপদ রয়েছে।
শূন্যপদ | সংখ্যা |
কমার্স | ১৪ |
কম্পিউটার সায়েন্স | ২ |
অর্থনীতি | ৫ |
ইংরেজি | ৫ |
হিন্দি | ২ |
ইতিহাস | ৭ |
গণিত | ১০ |
পদার্থবিদ্যা | ১৮ |
রাষ্ট্রবিজ্ঞান | 7 |
সংস্কৃত | ৪ |
পরিবেশবিদ্যা | ৩ |
ইলেকট্রনিক্স | ৪ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | দিল্লি বিশ্ববিদ্যালয় (University of Delhi) |
পদের নাম | সহকারী অধ্যাপক (Assistant Professor) |
শূন্যপদের সংখ্যা | ৯০ |
কাজের স্থান | নয়াদিল্লি |
কাজের ধরন | সরকারি |
আবেদন শুরু তারিখ | ২৫.০৪.২০২২ |
নির্বাচন পদ্ধতি | মেধা তালিকা |
শিক্ষাগত যোগ্যতা | যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫৫% নম্বর সহ স্নাতকোত্তর, UGC/CSIR NET পাশ (পিএইচডি ডিগ্রি ধারকদের জন্য NET আবশ্যক নয়) |
বেতনক্রম | 7th Pay Commission Pay Matrix- 7th CPC Pay level 10 |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২১.০৫.২০২২ |
আরও পড়ুন: আকর্ষণীয় বেতন! পাওয়ার কর্পোরেশন লিমিটেডে নিয়োগ, জেনে নিন বিস্তারিত...
আবেদনের যোগ্যতা:
১. সংশ্লিষ্ট বিষয়ে ৫৫% নম্বর সহ কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ
২. UGC/CSIR NET পাস
৩. পিএইচডি থাকলে NET পাস না হলেও চলবে
আবেদন ফি:
SC/ST/PwBD/মহিলা - প্রযোজ্য নয়
অন্য শ্রেণী - ৫০০ টাকা
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদনপত্র গ্রহণের শুরুর তারিখ- ২৫.০৪.২০২২.
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ২১.০৫.২০২২.
আবেদন পদ্ধতি:
১. http://rajdhanicollege.ac.in/ অথবা http://www.du.ac.in/-এ যেতে হবে
২. Recruitment/Vacancies ট্যাবে ক্লিক করতে হবে
৩. DU Recruitment 2021 অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে
৪. New Registration ট্যাবে ক্লিক করে শর্তাবলী ভাল করে দেখে নিতে হবে
৫. সব বিবরণ পূরণ করে আবেদন ফি জমা করতে হবে
৬. সিস্টেম জেনারেটেড ইউজার আইডি এবং পাসওয়ার্ড পরবর্তী লগ ইনের জন্য মনে রাখা দরকার
৭. প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার জন্য আবেদনপত্রের প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News 2022