#রুরকি: রুরকির সিএসআইআর- সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (CSIR– Central Building Research Institute) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে প্ল্যান- সিএসআইআর ফান্ডেড/ এক্সটারনাল ফান্ডেড প্রজেক্টে কাজ করার জন্য গবেষক পদে নিয়োগের কাজ শুরু করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ইন্টারভিউতে অংশ নিতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
CSIR-CBRI Recruitment 2021: ইন্টারভিউয়ের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের আগামী ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে অনুষ্ঠিত ইন্টারভিউতে অংশ নিতে হবে। প্রতিষ্ঠানের তরফে প্রত্যেক প্রার্থীকে কোভিড প্রোটোকল অনুযায়ী মাস্ক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ইন্টারভিউত অংশ নিতে বলা হয়েছে।
CSIR-CBRI Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৫৫টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে ।
CSIR-CBRI Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
সিনিয়ার প্রজেক্ট অ্যাসোসিয়েট: ১৩টি পদ
প্রজেক্ট অ্যাসোসিয়েট-২: ১৩টি পদ
প্রজেক্ট অ্যাসোসিয়েট-১: ১১টি পদ
সিনিয়ার প্রজেক্ট অ্যাসোসিয়েট: ১টি পদ
প্রজেক্ট অ্যাসোসিয়েট-২: ১টি পদ
প্রজেক্ট অ্যাসোসিয়েট-১: ১টি পদ
প্রজেক্ট অ্যাসোসিয়েট-২: ৫টি পদ
প্রজেক্ট অ্যাসোসিয়েট-১: ১টি পদ
প্রজেক্ট অ্যাসোসিয়েট-১: ৩টি পদ
প্রজেক্ট অ্যাসোসিয়েট-১: ১টি পদ
প্রজেক্ট অ্যাসোসিয়েট-১: ১টি পদ
প্রজেক্ট অ্যাসোসিয়েট-২: ১টি পদ
প্রজেক্ট অ্যাসোসিয়েট: ১টি পদ
প্রজেক্ট অ্যাসোসিয়েট: ২টি পদ
CSIR-CBRI Recruitment 2021: বিশেষ ঘোষণা
প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট সময়সীমার মধ্যে আসতে হবে। প্রত্যেক প্রার্থীকে ৬ কপি বায়োডেটা ও অন্যন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে যোগাযোগ করতে হবে। এ-৪ পেপারে তৈরি করা বায়োডেটাতে বর্তমান সময়ের পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, মার্কশিটের স্ব-স্বাক্ষরিত ফটোকপি থাকা বাঞ্ছনীয়।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: সিএসআইআর- সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট, রুরকি (CSIR-CBRI)
আরও পড়ুন- দিল্লি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগ চলছে, দারুণ সুযোগ হাতছাড়া করবেন না!
পদের নাম: প্রজেক্ট অ্যাসোসিয়েট
শূন্যপদের সংখ্যা: ৫৫
কাজের স্থান: রুরকি
কাজের ধরন: প্রজেক্ট সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: কিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতা: বি. টেক, এম.এসসি ও ডিপ্লোমা
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি
CSIR-CBRI Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা বি. টেক, এম.এসসি ও ডিপ্লোমা করেছেন তাঁরা উল্লিখিত পদে আবেদনের যোগ্য। এই বিষয়ে আরও অধিক জানতে প্রার্থীরা এই লিঙ্কে গিয়ে খোঁজ নিতে পারেন- https://cbri.res.in/wp-content/uploads/2021/09/Advt.-CBRI-3-2021.pdf
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Government Jobs, Jobs, Recruitment 2021