হোম /খবর /শিক্ষা /
মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা সিপি বিনীত গোয়েলের, দিলেন 'বড়' বার্তা

Madhyamik 2023: শুরু হচ্ছে মাধ্যমিক! পরীক্ষার্থীদের শুভেচ্ছা সিপি বিনীত গোয়েলের, দিলেন 'বড়' বার্তা

শুভেচ্ছা জানালেন কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল

শুভেচ্ছা জানালেন কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল

দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ২৮৬৭ কেন্দ্র জুড়ে হবে।মাধ‍্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৪০,০০০ এরও বেশি পরীক্ষক এবং ৩৫,০০০ পরিদর্শককে নিয়োগ করা হয়েছে।

  • Share this:

কলকাতা: মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল। তিনি জানান পরীক্ষা কেন্দ্রে আসতে কোন পরীক্ষার্থীর অসুবিধা হলে সেই বিষয়গুলি যত দ্রুত সম্ভব দেখার জন্য লালবাজারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ট্রাফিক পুলিশ ও মোতায়েন করা হয়েছে।

কলকাতা পুলিশের তরফ থেকে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টের ও ব্যবস্থা থাকছে। যদি কোনও পরীক্ষার্থী অসুবিধা করেন সেই জায়গা থেকে ১০০ ডায়াল করলে লালবাজারে কন্ট্রোল রুম থেকে সাহায্য করা হবে।

আজ থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ‍্যমিক পরীক্ষা।  শেষ হচ্ছে ৪ মার্চ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ‍্যায়, সাংবাদিক বৈঠকে জানান ২০২৩-শে মোট পরীক্ষার্থীর সংখ‍্যা প্রায় সাত লাখ।

আরও পড়ুন: মাত্র ৯৯৯ টাকাতেই কোচবিহার টু কলকাতা, নতুন পরিষেবায় আর কী কী চমক!

বুধবারের বৈঠকে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন “পরীক্ষা কোনওরকম ঝামেলা যেন না হয় তার জন‍্য আমরা সব ধরনের সতর্কতা অবলম্বন করেছি। আমরা ভাল করে প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্র খুঁটিয়ে দেখেছি। আমরা পরীক্ষাকেন্দ্রের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট।’’ তিনি আরও জানান যে মে মাসের শেষ সপ্তাহে প্রকাশ হবে মাধ‍্যমিক ২০২৩ পরীক্ষার ফলাফল।

সভাপতির কথায়, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ২৮৬৭ কেন্দ্র জুড়ে হবে।মাধ‍্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৪০,০০০ এরও বেশি পরীক্ষক এবং ৩৫,০০০ পরিদর্শককে নিয়োগ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধ করতে পরীক্ষা কেন্দ্রগুলিতে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে। প্রত‍্যকটি পরীক্ষাকেন্দ্রগুলি সিসিটিভির নজরদারির অধীনে থাকবে। কেন্দ্রের বাইরেও পুলিশ মোতায়েন থাকবে। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা নিয়ে বেশ কিছু কড়া সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রের নজরদারি নিয়ে জোরালো পদক্ষেপ করেছে পর্ষদ। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় থাকবেন না সিভিক ভলেন্টিয়াররা, এমনটাও জানিয়েছে পর্ষদ। আবার বেশ কয়েকটি জেলায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির গার্ডের দায়িত্বে থাকবেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা।

 সৌরভ তিওয়ারি
Published by:Rachana Majumder
First published:

Tags: Madhyamik 2023