#কলকাতা: শুধু উচ্চ শিক্ষা দফতর নয়, রাজ্যের সব বিশ্ববিদ্যালয়েরই আচার্য পদে এবার বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কৃষি দফতর, প্রাণিসম্পদ, স্বাস্থ্য দফতরের মতো সরকারি দফতরের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলিতেও রাজ্যপালের জায়গায় আচার্য পদে বসলেন মুখ্যমন্ত্রী৷ এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন হয়৷ আসন্ন বিধানসভার অধিবেশনেই এই সংক্রান্ত বিল পেশ করা হবে৷
কয়েকদিন আগেই রাজ্য উচ্চশিক্ষা দফতরের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ এই সিদ্ধান্ত নিয়ে জোর বিতর্কও তৈরি হয়৷ কিন্তু তাতেও রাজ্য সরকার যে পিছিয়ে আসছে না, এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে৷
আরও পড়ুন: মেধা তালিকায় কারচুপি! মন্ত্রী কন্যার পর চাকরি গেল আরও এক শিক্ষকেররাজ্য কৃষি দফতরের অধীনে রয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, কল্যাণীতে রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়৷ প্রাণিসম্পদ দফতরের অধীনে আছে বেলগাছিয়ার প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়। স্বাস্থ্য দপ্তরের অধীনে আছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। এ সবেরই আচার্য পরিবর্তন হচ্ছে৷
এর পাশাপাশি রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতেও রাজ্যপাল হস্তক্ষেপ বন্ধে পদক্ষেপ করল রাজ্য সরকার৷ এ দিনই রাজ্যের শিক্ষামন্ত্রীকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে বসানো হবে বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jagdeep Dhankhar, Mamata Banerjee