সৌরভ তিওয়ারি, কলকাতা: আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সুষ্ঠু ভাবে মাধ্যমিক পরীক্ষা শেষ করাই লক্ষ পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদের। পশ্চিমবঙ্গের বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মূলত এই তিনটি সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করেছে পর্ষদ, এমনটাই জানা গিয়েছে।
প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে প্রায় প্রশ্নপত্র ফাঁস সহ টুকলি করার খবর সামনে উঠে আসে। এই বছর মাধ্যমিক পরীক্ষায় এই সমস্ত বিষয়ে বিশেষ করা পর্যবেক্ষণ করছে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদ। ইতিমধ্যেই রাজ্যের মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষকদের নির্দেশ পাঠানো হয়েছে পর্ষদের তরফ থেকে।
আরও পড়ুন: উদ্ধার হয়েছে ক্ষতবিক্ষত দেহ, কিন্তু পুলিশের দাবি শুনলে চমকে উঠবেন! এমনও হয়!
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, মূলত এই তিনটি সিসিটিভি ক্যামেরা পরীক্ষা কেন্দ্রের তিন জায়গায় থাকবে। যার মধ্যে একটি ক্যামেরা থাকবে পরীক্ষার হলে, অন্য একটি ক্যামেরা থাকবে পরীক্ষা কেন্দ্রের করিডোরে এবং একটি ক্যামেরা থাকবে প্রধান শিক্ষকের ঘরে। কার্যত এই তিনটি সিসিটিভি ক্যামেরা রাজ্যের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বসানো বাধ্যতামূলক করেছে পর্ষদ। মাধ্যমিক পর্ষদের দাবি, এর ফলে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের ফাঁস হওয়ার আশঙ্কা কমবে। পাশাপাশি ছাত্র-ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে কোনো ইলেকট্রনিক গেজেট নিয়ে যেতে পারবে না। যদি কোন পরীক্ষার্থী মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে সেটি বাজেয়াপ্ত করা হবে।
আরও পড়ুন: রাজ্য বাজেটের মধ্যেই অভিনব প্রতিবাদ বিজেপির, ডিএ ঘোষণা হতেই ওয়াক আউট!
মাধ্যমিক পর্ষদ এবং শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের যে সব জেলায় অতীতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা সামনে এসেছে সেই সমস্ত স্পর্শকাতর জেলাগুলির উপরে বিশেষ এবং কড়া নজরদারি থাকবে পর্ষদের তরফ থেকে। সেই সমস্ত জায়গায় পরীক্ষা কেন্দ্রের প্রায় ২০০ মিটারের কাছাকাছি কাউকে ঢুকতে দেওয়া হবে না, কাউকে যেতে হলে বিশেষ অনুমতি নিয়ে যেতে হবে।
সৌরভ তিওয়ারি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhyamik 2023