#কলকাতা: বিএ ও বিএসসি অড সেমিস্টাসরের ফলাফল প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয় (Univesity of Calcutta)। ১২ ডিজিট এর রোল নম্বরের মাধ্যমে বিএ ও বিএসসি অড সেমিস্টার (Semester- I/III/V) ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। রোল নম্বর দিয়ে www.exametc.com- এই ওয়েবসাইটে গিয়ে দেখলেই পাওয়া যাবে রেজাল্ট।
তবে যে পরীক্ষার্থীরা তাদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট নয় তারা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়ার ওয়েবসাইটের মাধ্যমে পুনরায় তাদের উত্তরপত্র মূল্যায়ণের আবেদন করতে পারবে। রেজাল্ট বেরোনোর ১৫ দিনের মধ্যে এই আবেদন করতে হবে। একটি বিষয়ের উত্তরপত্র পুনরায় মূল্যায়ণ করাতে পরীক্ষার্থীকে ৫০০ টাকা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষারও আবেদন করতে পারবে অনলাইনে।
কীভাবে দেখতে হবে পরীক্ষার ফলাফল?
১) www.exametc.com -এই ওয়েবসাইটে যেতে হবে প্রথমে।
২)Calcutta University Result- এই লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার হাইফেন বাদ দিয়ে ১২ ডিজিটের রোল নম্বর সঠিক জায়গায় দিতে হবে।
৪) এবার সার্চ বাটনে ক্লিক করতে হবে।
৫) এবারেই স্ক্রিনে চলে আসবে মার্কশিট। সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে রেজাল্ট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cu Results, University of Calcutta