Home /News /education-career /
SSC: SSC গ্ৰুপ-ডি নিয়োগ দুর্নীতিতে বড় নির্দেশ হাই কোর্টের, রাত ১২টার মধ্যে যা করতেই হবে...

SSC: SSC গ্ৰুপ-ডি নিয়োগ দুর্নীতিতে বড় নির্দেশ হাই কোর্টের, রাত ১২টার মধ্যে যা করতেই হবে...

কী জানাল কলকাতা হাই কোর্ট?

কী জানাল কলকাতা হাই কোর্ট?

SSC: ৯০ জন মেধাতালিকার বাইরে থাকাদের গ্রুপ ডি নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি গ্রুপ ডি মেধা তালিকার মেয়াদ শেষ হওয়ার পর নিয়োগের অভিযোগও উঠেছে।

 • Share this:

  #কলকাতা: স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতির অভিযোগ নতুন নয়। কখনও গ্রুপ ডি, কখনও এসএলএসটি-তে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর সে রকমই একটি দুর্নীতির মামলায় নজিরবিহীন নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ সংক্রান্ত অভিযোগের মামলায় এসএসএসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব চেয়েছিল আদালত। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, ৩১ মার্চের মধ্যে শান্তি প্রসাদের সব সম্পত্তির হিসেব জমা দেওয়া হয়। নবম ও দশম শ্রেণীতে নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ উঠেছিল। এবার হাই কোর্ট জানাল, SSC উপদেষ্টা এসপি সিনহাকে বৃহস্পতিবারই CBI জিজ্ঞাসাবাদ করবে। রাত ১২ টার মধ্যে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। তবে গ্রেফতার করতে পারবে কিনা, সে বিষয়ে এখনও পর্যবেক্ষণ করেননি বিচারপতি। গ্রুপ ডি নিয়োগ মামলায় নির্দেশ এমনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

  ৯০ জন মেধাতালিকার বাইরে থাকাদের গ্রুপ ডি নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি গ্রুপ ডি মেধা তালিকার মেয়াদ শেষ হওয়ার পর নিয়োগের অভিযোগও উঠেছে। যদিও বিচারপতি জানিয়েছেন, এসএসসি প্রাক্তন উপদেষ্টা ডঃ এস পি সিনহাকে প্রথমে জিজ্ঞাসাবাদ ও পরে তদন্ত শুরু করবে CBI। যদিও এ বিষয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার সম্ভাবনা আজই।

  আরও পড়ুন: ভারতীয় নয়, মদ খায় মহাপাপীরা! কেন এমন বললেন নীতীশ কুমার?

  বিচারপতির বক্তব্য, স্কুলে বেআইনি নিয়োগ নিয়ে যে সব মামলা এসেছে, সেখানে বহু মামলায় শান্তিপ্রসাদ সিনহার নির্দেশ কাজ করেছে অভিযোগ উঠেছে। তাই এদিনই তাঁকে জেরা করার নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার ফের এই মামলার শুনানি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর্থিক লেনদেনের বিষযে দেখতে গিয়ে এসএসএসির প্রাক্তন উপদেষ্টা আর্থিক ২০১৯ সালে নিযুক্ত হওয়া এসপি সিনহার বিষয়ে এই নির্দেশ আদালতের।

  আরও পড়ুন: করোনা-কালে এই ওষুধটি খেয়েছেন প্রায় সকলেই, এবার গবেষণায় উঠে এল মারাত্মক তথ্য!

  এই মামলার শুনানিতে শান্তি প্রসাদবাবুকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল আদালতে। আদালতের কাছে ভর্ৎসনাও জুটেছিল তাঁর। তাঁকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতিও ধরা পড়ে। সেই কারণেই তাঁর সম্পত্তির হিসেব চাওয়া হয়েছিল। এ ভাবে তাঁর সম্পত্তির খতিয়ান চাওয়ার ঘটনা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেত আইনজীবী মহলের। আদতে তাঁর সম্পত্তির হিসেব দেখে আদালত বুঝতে চাইছিল, নিয়োগের ক্ষেত্রে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না। আর এবার সরাসরি সিবিআই-কে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিল আদালত।

  Published by:Suman Biswas
  First published:

  Tags: Calcutta High Court, SSC

  পরবর্তী খবর