#নয়াদিল্লি: সম্প্রতি বিহার পাবলিক সার্ভিস কমিশনের (Bihar Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার সুপারভাইজার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বিহার পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
BPSC Assistant Town Planning Supervisor Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ১৮ এপ্রিল বা তার আগে আবেদন ফি এবং ২৭ তারিখের আগে আবেদনপত্র পত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
BPSC Assistant Town Planning Supervisor Recruitment 2022: শূন্যপদের বিবরণ
মোট শূন্যপদ ১০৭টি জেনারেল ক্যাটাগরি- ৪৩টি পদ অর্থনৈতিক ভাবে অনগ্রসর বর্গ- ১১টি পদ এসসি- ১৭টি পদ এসটি- ১টি পদ ইবিসি- ১৩টি পদ বিসি- ১৩টি পদ বিসি (মহিলা)- ৩টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: বিহার পাবলিক সার্ভিস কমিশন (Bihar Public Service Commission)
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার সুপারভাইজার |
শূন্যপদের সংখ্যা | ১০৭ |
কাজের স্থান | বিহার |
কাজের ধরন | সরকারি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৭.০৪.২০২২ |
BPSC Assistant Town Planning Supervisor Recruitment 2022: যোগ্যতা
প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রিমোট সেনসিং এবং জিআইএস-এ ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
BPSC Assistant Town Planning Supervisor Recruitment 2022: বয়স সীমা
পুরুষদের জন্য ২১ থেকে ৩৭ বছর এবং মহিলাদের জন্য ২১ থেকে ৪০ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
BPSC Assistant Town Planning Supervisor Recruitment 2022: আবেদন ফি
ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রার্থীরা পরীক্ষার ফি প্রদান করতে পারবেন জেনারেল/ওবিসি/অর্থনৈতিক ভাবে অনগ্রসর বর্গের জন্য ৭৫০ টাকা এবং বিহারের এসসি/এসটি ও মহিলা প্রার্থীদের জন্য ২০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News 2022