সম্প্রতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের (Bharat Electronics Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে PSU প্রকল্পের অধীনে প্রকল্প ইঞ্জিনিয়ার ও ট্রেনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ওয়েবসাইটে bel-india.in গিয়ে খোঁজ নিতে পারেন।
BEL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৩ অগস্ট, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
BEL Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১৫০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (Bharat Electronics Limited)
পদের নাম | প্রজেক্ট ইঞ্জিনিয়ার ও ট্রেনি ইঞ্জিনিয়ার |
শূন্যপদের সংখ্যা | ১৫০ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু তারিখ | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৩.০৮.২০২২ |
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে www.bel-india.in যেতে হবে হোমপেজে 'ক্যারিয়ার সেকশন'-এ ক্লিক করতে হবে বিজ্ঞপ্তি এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কে ক্লিক করতে হবে অনলাইন লিঙ্কে ক্লিক করতে হবে ‘Project Engineer-I or Trainee Engineer-I’-এর নির্দিষ্ট একটিতে ক্লিক করতে হবে অনলাইনে আবেদন করতে লগইন করতে হবে
নতুন প্রার্থীদের জন্মতারিখ, আবেদনের পোস্ট, ডিসিপ্লিন, ইমেইল আইডি দিয়ে পাসওয়ার্ড বানাতে হবে। পুরনো প্রার্থীদের লগ ইন করার জন্য লগ-ইনের তথ্য প্রয়োজন হবে। এরপর পেমেন্ট গেটওয়েতে যেতে হবে, পেমেন্ট হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করে আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট আউট করে রাখতে হবে প্রার্থীদের আবেদন ফি এবং আবেদনপত্র জমা দেওয়ার আগে সাবধানে সমস্ত নির্দেশাবলী পড়ে নিতে হবে। জমা ফি ফেরত দেওয়া হবে না।
রেজিস্ট্রেশন এবং পেমেন্ট লিঙ্ক ২০.০৭.২০২২ তারিখ থেকে খোলা হয়েছে।
বিশদ জানতে প্রার্থীরা এই মেইল আইডতে belbng@applycareer.co.in মেইল করতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News 2022