#নয়াদিল্লি: সম্প্রতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের (Bharat Electronics Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ট্রেনি ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
BEL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৬ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
BEL Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে ট্রেনি ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য মোট ৬৩টি পদ নির্ধারণ করা হয়েছে। ট্রেনি ইঞ্জিনিয়ার- ২৬টি পদ প্রজেক্ট ইঞ্জিনিয়ার- ৩৭টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (Bharat Electronics Limited)
পদের নাম | ট্রেনি ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার |
শূন্যপদের সংখ্যা | ৬৩ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | ট্রেনিং সংক্রান্ত |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৬.০৪.২০২২ |
BEL Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে উভয় শূন্যপদেই বিভিন্ন যোগ্যতার মানদণ্ড এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আবেদন করার আগে, এখানে দেওয়া লিঙ্ক https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=FINAL-Advt-GAD-26-03-22.pdf থেকে বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন তাঁরা।
BEL Recruitment 2022: আবেদন পদ্ধতি
১. ইচ্ছুক আবেদনকারীদের ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে bel-india.com যেতে হবে।
২. একবার হোম পেজে গেলে, প্রার্থীকে কেরিয়ার বিভাগে গিয়ে প্রাসঙ্গিক বিজ্ঞাপনে ক্লিক https://jobapply.in/bel2022MARCHGZB/ করতে হবে।
৩. এরপর প্রার্থীদের নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদনপত্র পূরণ করতে হবে।
৪. সমস্ত বিবরণ জমা দিয়ে এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে হবে।
৫. আবেদনের ফি জমা দিয়ে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
৬. সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীদের ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট করিয়ে রাখতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News 2022