l#নয়াদিল্লি: সম্প্রতি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের (Broadcast Engineering Consultants India Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অফিস অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
BECIL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২৫ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
BECIL Recruitment 2022: আবেদন ফি জেনারেল ক্যাটাগরি, ওবিসি, প্রাক্তন সেনাকর্মী এবং মহিলা প্রার্থীদের জন্য ৭৫০ টাকা এবং এসসি, এসটি, অর্থনৈতিক ভাবে অনগ্রসর বর্গ, শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৪৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। প্রার্থীরা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারেন। প্রার্থীদের পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সিগনেচারের স্ক্যান করা কপি JPEG বা PDF ফরম্যাটে আপলোড করতে হবে। বিশদ নোটিশের লিঙ্ক- https://www.becil.com/uploads/vacancy/9c184f2e9a52d6a4775c8f31f8b8adcf.pdf BECIL Recruitment 2022: আবেদন পদ্ধতি BECIL-এর অফিসিয়াল ওয়েবসাইটে becil.com যেতে হবে এরপর কেরিয়ার ট্যাবে ক্লিক করে ‘Vacancies’-এ ক্লিক করতে হবে বিজ্ঞপ্তি নং-১৩১-এ ক্লিক করতে হবে প্রার্থীরা সরাসরি আবেদনের জন্য এই লিঙ্কটিতে https://becilregistration.com/Home/ListofExam.aspx ক্লিক করতে পারেন রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে প্রার্থীদের নিজেদের নানান তথ্য ও ডকুমেন্ট সহ আবেদনপত্রটি পূরণ করতে হবে এরপর আবেদন ফি সহ ফর্মটি জমা দিতে হবে ভবিষ্যতের সুবিধার্থে প্রার্থীরা ফর্মের এক কপি প্রিন্ট আউট করিয়ে রাখতে পারেনএক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (Broadcast Engineering Consultants India Limited)
পদের নাম | অফিস অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর |
শূন্যপদের সংখ্যা | কিছু জানানো হয়নি |
কাজের স্থান | নয়াদিল্লি |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা ও অন্যান্য |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৫.০৪.২০২২ |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News 2022