হোম /খবর /শিক্ষা /
ষষ্ঠীর আগেই সব শেষ, শ্বশুরবাড়ির বাথরুমে এ কী অবস্থায় জামাই! তুমুল রহস্য

Bangla News: ষষ্ঠীর আগেই সব শেষ, শ্বশুরবাড়ির বাথরুমে এ কী অবস্থায় জামাই! তুমুল রহস্য

এ কী কাণ্ড (প্রতীকী ছবি)

এ কী কাণ্ড (প্রতীকী ছবি)

Bangla News: ষষ্ঠীর আগেই শ্বশুরবাড়ির শৌচাগার থেকে উদ্ধার জামাইয়ের দেহ! মৃত্যু ঘিরে ধোঁয়াশা।

  • Share this:

মালদহ: জামাইষষ্ঠীর আগের দিন গভীর রাতে শ্বশুর বাড়ির শৌচাগার থেকে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদহে। যদিও শ্বশুর বাড়িতে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার ও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিবারের লোকেদের দাবি স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে মানসিক অবসাদে রাতেই শৌচাগারে আত্মহত্যা করে।

তবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।পুরাতন মালদহের মঙ্গলবাড়ি নতুনপল্লি এলাকার ঘটনা। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত জামাইয়ের নাম রকি সিংহ। বাড়ি মালদহের হবিবপুর থানার ঋষিপুর এলাকায়। পেশায় রাজমিস্ত্রি। গত পাঁচ দিন আগে পুরাতন মালদহের নতুনপল্লী এলাকায় মামা শ্বশুরের বাড়ি ঘুরতে আসে পরিবার নিয়ে। মামা শ্বশুরের বাড়িতে কালি পুজো উপলক্ষে আসে।পরিবারে স্ত্রী দেবী সিংহ ছাড়াও রয়েছে দুই মেয়ে ও এক ছেলে৷ কালীপুজোয় অংশ নিতে পাঁচ দিন আগে পরিবার নিয়ে তিনি মামাশ্বশুরের বাড়ি এসেছিলেন৷

আরও পড়ুন: তমলুকের আকাশে এক নতুন ‘চন্দ্রবিন্দু’, উচ্চ মাধ্যমিকের ফল বেরোতেই তুমুল শোরগোল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে রাতের খাবার খান তিনি৷ তারপরেই কোনও কারণে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়৷ এরপর তিনি বাথরুমে চলে যান৷ সেখানে গলায় গামছা জড়িয়ে আত্মঘাতী হন বলে দাবি পরিবারের লোকেদের৷ পরে শ্বশুরবাড়ির লোকজন শৌচাগারের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে রায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর মুখে কুলুপ এঁটেছেন পরিবারের লোকেরা। ঠিক কি কারণে আত্মহত্যা এই বিষয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

আরও পড়ুন: আপাতত জেলেই জীবন, তুমুল খারাপ খবর অনুব্রতর জন্য! ফের তোলপাড় বাংলা

যদিও মালদা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত নেমেছে। এই বিষয়ে মৃতের স্ত্রী দেবি সিংহ বলেন, আমার সঙ্গে কোন ঝামেলা হয়নি স্বামীর। এদিন রাতে নেশা করে এসেছিল। ভাত খেতে চেয়েছিল, তারপর শৌচাগারে যায়। দীর্ঘক্ষণ শৌচাগার থেকে না বেরলে ডাকতে যায়। তখন ঝুলন্ত দেহ দেখতে পায়।

——-হরষিত সিংহ

Published by:Suman Biswas
First published:

Tags: Bangla News, West Bengal news