#নয়াদিল্লি: সম্প্রতি অসম রাইফেলসের অফিস অফ ডিরেক্টর জেনারেলের (Office of the Director General) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে টেকনিশিয়ান এবং ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালির আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অসম রাইফেলসের অফিস অফ ডিরেক্টর জেনারেলের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আরও পড়ুন- রাজ্য ফরেনসিক সায়েন্সেস বিভাগে একাধিক নিয়োগ, জানুন বিশদে
Assam Rifles Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রিক্রুটমেন্ট র্যালি শুরু হতে পারে আগামী ১ সেপ্টেম্বর, ২০২২ তারিখ থেকে। বর্তমানে আবেদন চলছে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
Assam Rifles Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১৪৮৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Assam Rifles Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য যথাক্রমে ১৩৮০ এবং ১০৪টি পদ নির্ধারণ করা হয়েছে। ব্রিজ এবং রোড- ১৭টি পদ
ক্লার্ক- ২৮৭টি পদ
রিলিজিয়াস টিচার- ৯টি পদ
অপারেটর রেডিও এবং লাইন- ৭২৯টি পদ
রেডিও মেকানিক- ৭২টি পদ
আর্মোরার- ৪৮টি পদ
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট- ১৩টি পদ
নার্সিং অ্যাসিস্ট্যান্ট- ১০০টি পদ
ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট- ১০টি পদ
এওয়াইএ (প্যারা মেডিক্যাল)- ১৫টি পদ
ওয়াশার ম্যান- ৮০টি পদ
স্পোর্টস কোটার অধীনে রাইফেল ম্যান এবং রাইফেল উওম্যান (জিডি)- ১০৪টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: অসম রাইফেলস, অফিস অফ ডিরেক্টর জেনারেল (Office of the Director General)
পদের নাম: অপারেশন টেকনিশিয়ান সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা: ১৪৮৪
কাজের স্থান: অসম
কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি
Assam Rifles Recruitment 2022: বিশেষ ঘোষণা
প্রতিষ্ঠানের তরফে প্রার্থীদের উদ্দেশ্য জানানো হয়েছে যে, বর্তমান শূন্যপদের পরিমাণ আপাতত অস্থায়ী ভাবে জানানো হয়েছে, পরবর্তীতে এর সংখ্যা পরিবর্তন হতে পারে।
প্রতিষ্ঠান নিজেদের কারণবশত যে কোনও সময় পদ সংখ্যা পরিবর্তন বা নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে পারে।
আরও অধিক জানতে প্রার্থীরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ০৩৬৪-২৫৮৫১১৮, ০৩৬৪-২৫৮৫১১৯ বা ৮২৫৮৯২৩০০৩ এই নম্বরে ফোন করতে পারবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recruitment 2022