#নয়াদিল্লি: সম্প্রতি অসম রাইফেলের (Assam Rifles) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে টেকনিক্যাল এবং ট্রেডসম্যান পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অসম রাইফেলের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২০ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
রিক্রুটমেন্ট র্যালি শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর, ২০২২ তারিখ থেকে।
আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কে প্রচুর শূন্যপদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত...
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | অসম রাইফেল (Assam Rifles) |
পদের নাম | টেকনিক্যাল এবং ট্রেডসম্যান |
শূন্যপদের সংখ্যা | ১৩৮০ |
কাজের স্থান | অসম |
কাজের ধরন | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু তারিখ | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২০.০৭.২০২২ |
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের প্রথমে অসম রাইফেলের অফিসিয়াল ওয়েবসাইটে assamrifles.gov.in যেতে হবে।
এরপর হোমপেজে থাকা “Online Form under JOIN ASSAM RIFLES” লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
প্রার্থীদের এরপর নির্দিষ্ট পদটি নির্বাচন করে যথাযথ তথ্য সহযোগে তা পূরণ করতে হবে।
আবেদন ফি প্রদান করতে হবে।
আরও পড়ুন: আইবিপিএসে প্রচুর সংখ্যক পদে নিয়োগের আবেদন শুরু আজ থেকে! জানুন যোগ্যতা সহ অন্যান্য বিষয়!
আবেদনপত্র জমা দিতে হবে।
প্রক্রিয়া সমাপ্ত হলে ফর্মের এক কপি প্রিন্ট আউট করে রাখতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, সম্পূর্ণ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করুন...
সরাসরি আবেদনের লিঙ্ক- https://www.assamrifles.gov.in/onlineapp/
আবেদন ফি:
গ্রুপ বি পদের জন্য ২০০ টাকা এবং গ্রুপ সি পদের জন্য ১০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ১৩৮০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে। টেকনিক্যাল এবং ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালির মাধ্যমে এই নিয়োগ হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam, Recruitment 2022