#নয়াদিল্লি: অতিমারি (Pandemic) অনেকের পেশাতেই বদল এনেছে। অনেকেই কর্মহীন হয়েছেন অতিমারির ফলে তৈরি হওয়া প্রবল অর্থনৈতিক সঙ্কটের কারণে। ছাঁটাইয়ের পথে হেঁটেছে অনেক সংস্থা। কিন্তু পরিস্থিতি ক্রমে ঠিক হতেই বাড়ছে চাকরির সুযোগ (New Jobs After Pandemic)। বিভিন্ন কর্মক্ষেত্রে প্রায় ৯ শতাংশ চাকরির সুযোগ বেড়েছে। মনস্টার এমপ্লয়মেন্ট ইনডেস্কের তথ্য অনুসারে শেষ ছ'মাসে বিপুল বৃদ্ধি পেয়েছে বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ।
নভেম্বর ২০২১ সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সর্বোচ্চ চাকরির সুযোগ তৈরি হয়েছে বেঙ্গালুরুতে, মোট ২৩ শতাংশ। এর পরেই রয়েছে মহারাষ্ট্রের পুণে, প্রায় ২০ শতাংশ। চাকরির সুযোগ গড়ের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে কলকাতাতেও। কলকাতায় চাকরির সুযোগ বৃদ্ধির পরিমাণ ১০ শতাংশের বেশি। উৎপাদন ক্ষেত্রে কলকাতায় এক মাসেই এই বৃদ্ধির পরিমাণ প্রায় ১৯ শতাংশ। যা চমকে দেওয়ার মতো। সবচেয়ে কম গুজরাতের বরোদায়, সেখানে চাকরির সুযোগ বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ।
আরও পড়ুন: ভারতীয় কোস্ট গার্ডে বিপুল নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
অনলাইনে চাকরিতে নিয়োগের চাহিদা বৃদ্ধি পেয়েছে ২৭টি বাণিজ্য ক্ষেত্রের ২০টি তেই। ইকুইপমেন্ট/ অটোমেশন সেক্টরে ৬৯ শতাংশ চাকরির চাহিদা বৃ্দ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে নিয়োগও। টেলিকম ও আইএসপি ক্ষেত্রে নিয়োগ বৃদ্ধি পেয়েছে ৫২ শতাংশ। প্রিন্টিং ও প্যাকেজিংয়ে নিয়োগ বেড়েছে ৪০ শতাংশ। কেমিক্যাল ক্ষেত্রে নিয়োগ বেড়েছে ২৪ শতাংশ। আইটি ও হার্ডওয়্যার ক্ষেত্রে নিয়োগ বেড়েছে ২২ শতাংশের মতো।
আরও পড়ুন: ভিনরাজ্যে সরকারি চাকরির দারুণ সুযোগ, চলছে মেগা রিক্রুটমেন্ট! কী ভাবে আবেদন করবেন?
যাঁরা চাকরি জীবনে এখনও সুযোগ পাননি, অর্থাৎ ফ্রেশার্সদের চাহিদাও বেড়েছে ছয় শতাংশের মতো। এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। যাঁদের ১৬ বছরের বেশি অভিজ্ঞতা, এমন মানুষদের ক্ষেত্রে চাকরির সুযোগ বেড়েছে ২ শতাংশের মতো, সিনিয়র লেভেলে, যাঁদের অভিজ্ঞতা ১১-১৫ বছরের তাঁদের সুযোগ বেড়েছে ১ শতাংশের মতো, মিড সিনিয়র লেভেলে (৭-১০ বছর) চাকরির সুযোগ বেড়েছে ৩ শতাংশের মতো। বাকি ক্ষেত্রেও ১ শতাংশের মতো চাকরির সুযোগ বৃদ্ধি পেয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jobs